জীবনের আসল সৌন্দর্য কোথায়?
জীবনের আসল সৌন্দর্য, নকল সৌন্দর্য বলে আলাদা আলাদা কিছু নেই। জীবনটা সুন্দর, যদি আমরাই এটাকে অসুন্দর করে না তুলি। খোদা মেহেরবান। তিনি এই জীবনটা দিয়েছেন। তাঁর শর্ত হলো – বেঁচে থাকার জন্য সংগ্রাম করো। সকলকে নিয়ে আনন্দ কর। কিন্তু তোমার উপর অর্পিত কর্তব্য পালন করতে হবে।