জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?
জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আমরা মানুষ। একসময় আমরা পৃথিবীতে ছিলাম না। এখন আছি। কিছুদিন পরও থাকবো না। অর্থাৎ আমাদের এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের মূল যাত্রা হলো সৃষ্টিকর্তার দিকে। তাই যদি ধর্মের দিক থেকে চিন্তা করি তাহলে পরকালীন জীবনে সর্বোচ্চ সাফল্য বা বেহেশত অর্জনই এই ক্ষণস্থায়ী জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিৎ। তবে যদি পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে আপনার জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিৎ সৃষ্টির সেবা করা। আপনার যা সামর্থ, শিক্ষা, যোগ্যতা আছে তা দিয়ে নিজের পরিবার, বন্ধু-বান্ধব, সমাজের অবহেলিত মানুষ, রাস্তায় রাস্তায় ঘোরা পথশিশুদের সাহায্য করা উচিৎ। তবে একটু চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবেন যে তাদের সাহায্য করা কিন্তু পরকালীন জীবনে মহাসাফল্য অর্জনের একটা উপায়ও বটে। তাই আপনি জীবনের যেকোন দিক থেকেই আপনি চিন্তা করেননা কেন আপনার উত্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরকালীন সাফল্য অর্জনের উপায় হিসেবেই আসবে।
নিজের ধারণা এবং ক্ষুদ্র জ্ঞান থেকে কথাগুলো লিখেছি। ভালো লাগলে বা একমত হলে আপভোট পাওয়ার আশা করছি।