জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
Add Comment
- সংকটের সময়ই বুঝে যাবেন— কে আপনার অতি আপনজন আর কে আপনার বসন্তের কোকিল!
- কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে আপনাকে অতিরিক্ত উপেক্ষা করবে।
- পকেটে টাকা থাকলে আপনি অনেক মানুষকে নাচিয়ে ছাড়তে পারবেন;অধিকাংশ মানুষকে বাগে আনতে এবং বশীভূত করতেও এক্ষেত্রে বেশি সময় লাগবে না।
- যদি আপনি সত্যিকার অর্থেই সবার কাছে ভালো সাজতে চান,তাহলে আপনাকে একাই চলতে হবে।
- বোবার কোন শত্রু নেই।
- প্রকৃতি ন্যায় বিচার করতে ভুল করে না।
- যারা সবার সাথে তাল মিলিয়ে চলে,তারা বন্ধুহীন।
- যার হৃদয়ে ভালোবাসা নেই,সে জয়ী হতে পারে না।
- সাহসিকতা,আত্মবিশ্বাস,সততা ও আন্তরিকতা থাকলে যেকোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
- কাউকে অতিরিক্ত পাত্তা দেয়া মানে হচ্ছে- নিজের পায়ে নিজে কুড়াল মারা।
- নিশ্চুপ বা সাইলেন্ট থাকার মত উপকারিতা পৃথিবীতে আর নেই।
- বেলাশেষে আপনি শুধুই আপনার।
- দিনশেষে নিজের কাজ নিজেকেই করতে হয়;অন্য কেউ করে দেয় না।
- আবেগ এবং আগ্রহ আপনাকে বহু দূর নিয়ে যেতে পারে।
- সময়ের ব্যবধানে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন থেকে শুরু করে অধিকাংশই আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে।
- নিজেকে না জানলে বারংবার পরাজয় বরণ করে নিতে হতে পারে।
- বাবা-মা ছাড়া পৃথিবীর অন্য কাউকে অতি আপনজন ভাবা মানে হচ্ছে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।