জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
“প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।” (আল্ কুরআন – ২৯:৫৭)
মৃত্যু যেভাবেই হোক অবশ্যম্ভাবী রূপে ঘটবেই। এটা জীবনের একটি কঠিন সত্য।
“হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন। যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন। না কখনই না, বরং তোমরা শেষ বিচারকে মিথ্যা মনে করে থাকো।” (আল্ কুরআন – ৮২:৬-৯
আমাদের জীবনের উদ্দেশ্য কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করা। আমরা ভালো কাজে অংশগ্রহণ করি এবং সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি। আমাদের ভাগ্যের ফায়সালা আমাদের বর্তমানের কাজের ভিত্তিতেই হবে। এখন এই অবসরকে আমরা নিজেদের জন্য জান্নাতে চিরকালের ঠিকানা বানানোর জন্য ব্যবহার করব অথবা তাকে বরবাদ করে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য ব্যবহার করব।