জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
১. নিঃসন্দেহে আপনি কোনো একদিন স্থানান্তরিত(মৃত্যু) হবেন। “আপনি কে “এর দ্বারা আপানার স্থানান্তরিত হওয়া কোনোভাবেই প্রবাহিত হবে না।
Image source : Internet
২. যে ব্যক্তি আজ পৃথিবীতে থাকার অধিকারটুকু হারিয়েছে , তারও আগামী দিনের পরিকল্পনা ছিল। সুতরাং সুযোগ কাজে লাগান, প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করুন।
৩. সময়। সময় খুবই মুল্যবান। আপনি যেভাবেই আপনার প্রতিদিনের ২৪ ঘন্টা অতিক্রম করেন না কেন সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকবে। আর এভাবেই আমরা প্রতিনিয়ত জীবনের চরম সত্যের (মৃত্যু) দিকে ধাবিত হচ্ছি।
৪. আপনি যত পরিশ্রমই করেন না কেনো, পৃথিবীতে আপনি স্থায়ী কোন সুখ খুজে পাবেন না। জীবনের পুরোটা সময় আপনি একের পর এক সুখের জন্য নিরন্তর সংগ্রাম করে যাবেন এটাই স্বাভাবিক। হঠাৎ করে মৃত্যু আপনার এ নিরন্তর সংগ্রামকে থামিয়ে দিবে।
৫. আপনি যদি অন্যরা কী ভাবে, তা নিয়ে চিন্তা করে আপনার মূল্যবান সময় নস্ট করেন, তাহলে আপনার জীবন সত্যিই আপনার নয়।