জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
অজস্র ধন্যবাদ প্রশ্নটা করার জন্য।
1.আপনি যদি কখনো কাউকে কোন সাহায্য করেন, তাহলে সেই সাহায্যের কথা ভুল করেও মনে রাখবেন না, বা সেই ব্যক্তির কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবেন না।
2.কখনো মনের গোপন কথা কাউকে বলতে যাবেন না, সে আপনার যত ভালো বন্ধু ই হোক না কেন,সুযোগ পেলে আপনাকে ঐ কথা তেই বিদ্ধ করবে। কারণ বিশ্বাস যোগ্য মানুষের এখন বড্ড অভাব বন্ধু।
3.সব সময় নিজের সমস্যা নিজে মেটানোর চেষ্টা করবেন, বারবার অন্যের মুখাপেক্ষি হলে,আপনি অন্যের করুনার পাত্র হয়ে পড়বেন।এতে আত্মমর্যাদা ক্ষুন্ন হয়।
4.অর্থ নৈতিক ভাবে কখনো কোন বিপদে পড়লে, কোন প্রিয় মানুষ কে যে আপনার পাশে পাবেন এমন আশা না করাই ভালো।কারণ সময়ে অনেক বন্ধু মেলে,অসময়ে বন্ধু হোক, আর আপন জন কাউকেই খুঁজে পাওয়া যায় না বন্ধু।
5.শুনতে খারাপ লাগলেও,এটাই সত্যি যে, একটা সময়ের পর বাবা মা পর্যন্ত যে সন্তান অর্থিক ভাবে বেশি সচ্ছল তাঁকেই বেশি ভালবাসে । এতে কিন্তু দোষের কিছু নেই, কারণ ,এই পৃথিবীতে সবাই ই একটু সুখ চাই।
6.স্বামী স্ত্রীর সম্পর্ক টা অর্থের উপর নির্ভরশীল। লোকে মুখে যতই বলুক, অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থ ই এ সম্পর্কের মধ্যে মিষ্টতা আনে।(যদিও ব্যতিক্রম ও আছে)যাদের সংসারে অর্থের অভাব তাঁরাই এ কথার অর্থ বুঝতে সক্ষম হবেন।
আরো অনেক তথ্য আছে, আপাতত এটুকুই ।
ধন্যবাদ