জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
১. পরিকল্পনা “এ” যদি ফেল হয়ে যায় পরিকল্পনা “বি” এর কথা ভাবুন, যদি “বি” ফেল হয়ে যায় “সি” এর কথা ভাবুন। মনে রাখবেন ইংরেজিতে ২৬ টি শব্দ রয়েছে। কিন্তু কোনভাবেই হাল ছাড়া যাবেনা।
২. অন্যের মতামত শুনে কখনোই খুশি অথবা দুঃখী হবেন না। মনে রাখবেন অন্যর মতামত উনি ওনার বিবেচনা মত দিয়েছেন। আপনার বিবেচনা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী নয়।
৩. কারোর কাছে তৃতীয় ব্যক্তির ব্যাপারে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে ওই ব্যক্তি, তৃতীয় ব্যক্তির কাছে আপনার কথা বলতেই পারে এবং এতে আপনার সমস্যা হতে পারে। মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ করে রাখে সেই মাছ কখনোই বড়শির ফাঁদে ধরা পড়ে না।
৪. কাউকে নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন জগতে সময় খুবই বলবান। সময় খারাপ হলে আপনিও অন্যের উপহাস হয়ে যাবেন।
৫. শিক্ষাঙ্গন থেকে শিক্ষা অর্জন করুন, রাজনীতি নয়। ওটা কালীঘাটের পিসি ভাইপোদের জন্য ছেড়ে দিন।
৬. আপনার ক্ষমতা কখনো জাহির করবেন না। ক্ষমতার সরাসরি প্রয়োগ করুন। অর্থাৎ মুখে কিছু বলবেন না, ক্ষমতা থাকলে করে দেখান।
৭. আপনার সময় যতই খারাপ হোক না কেন ন্যায়-নীতি থেকে কখনো বিচ্যুত হবেন না।
৮. সরকারি চাকরি করে সুখ ঠিকই পাওয়া যায় কিন্তু মনে রাখবেন, সরকারি চাকরিজীবীরা কিন্তু কখনো দেশ চালায় না। এটা সবার সঙ্গে সঙ্গে আই এস আই, আই পি এস দের তুলনা করবেন না। এটা একটি ব্যতিক্রম চাকরি মাত্র। অধিকাংশ সরকারি চাকরি মোটেই এ ধরনের হয় না।
৯. অর্থ শুধুমাত্র জমাবেন না, বিনিয়োগ করুন। গাছকে যেমন হাওয়া, বাতাস, আলো না দিলে সে বাড়তে পারে না, ঠিক তেমনি অর্থ কেও সঠিকভাবে বিনিয়োগ না করলে সেও বাড়তে পারে না। আর অর্থ যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে না পারে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেটা কমে যায়। কারণ প্রতিনিয়ত মুদ্রাস্ফীতি হয়ে চলছে। মুদ্রাস্ফীতি আপনার ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়।
১০. নিজের কাজ নিয়ে শুধুমাত্র মতলব রাখুন। ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার প্রয়োজন নেই।