জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
১- প্রচুর ঠকবেন, ঠকে ঠকে শিখবেন।
২- প্রতারণা আর মিথ্যার মোহে প্রচুর সময় নস্ট হবে।
৩- আল্লাহর ইবাদত করব, করছি বলে করা হবেনা।
৪- অর্থ কিংবা ক্ষমতার লোভ তাড়িয়ে বেরাবে, এক সময় দেখবেন সবই ফাঁকি।
৫- হিংসা বা পরশ্রীকাতরতা আঁকড়ে ধরবে, বের হওয়া খুবই কঠিন।
৬- মা-বাবার সেবা নিঃস্বার্থভাবে এ যুগে করার সময় সুযোগ পাবেন না, উপরন্তু প্রেমিক/প্রেমিকা কিংবা সঙ্গীর সাথে কাটানো সময়কে মহামূল্যবান মনে হবে।
৭- নিজের আসল রুপ প্রকাশ করতে পারবেন না, বরং পরিস্থিতিভেদে মুখোশ পাল্টাবেন।