জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
জীবনের কিছু অলিখিত নিয়ম কী কী?
Add Comment
এইযে এখন লিখে দেবো। অলিখিত আর কোই থাকবে?
যাইহোক। আমার নীচের নিয়মগুলির কথা মনে হয় :
- নাগরিক সম্মান বজায় রাখুন। আপনি বাইরে কোথাও ঘুরতে গেলে বা Online এ কোনো social media platform এ আসলে মনে রাখবেন আপনি আপনার দেশের মানুষদের প্রতিনিদ্ধাত্ব করেন। আপনার করা যেকোনো post বা comment শুধু আপনারই নয় আপনার দেশের মানুষেরও পরিচয়। তাই সেই সম্মান ধরে রাখার চেষ্টা করুন।
- কেউ যখন কিছু বলছে তখন তার মাঝখানে তার কথায় ব্যাঘাত ঘটাবেননা। তার কথাটি সম্পূর্ণ হওয়ার পরে আপনার কথা রাখুন। আমাদের দক্ষিণ এশিয়ার লোকদের এই বদভ্যাসটি আছে যেটা টিভি ডিবেটে দেখে থাকবেন। আসুন আমরা সবাই এটি পরিবর্তন করি।
- ফেরত দিতে শিখুন। কারোর থেকে কিছু কখনো নিলে চেষ্টা করুন সেই সময়ই অথবা ভালো অবস্থায় আসলে সেটি ফেরত দেওয়ার।
- Personal Space দিতে শিখুন। সবারই নিজস্ব personal space অথবা নিজস্ব স্বছন্দের একটা সীমানা থাকে। সেই সীমানাটি না অতিক্রম করার চেষ্টা করুন।
- কারোর সম্পর্কে পিঠ-পিছে কথা বলবেননা। এতে বিশ্বাস এবং আস্থা নষ্ট হয়।
- ক্ষমতাওয়ালা লোকদের ঈশ্বরিক ক্ষমতাসম্পন্ন ভাববেননা। আমরা অনেক সময়ই রাজনীতিবিদ, সিনেমার তারকাদের এই চোখে দেখি। কিন্তু পবিত্র গীতায় ঈশ্বর বলেন, “আমি সমস্তকিছুর উৎস এবং সবকিছু আমার থেকে প্রবর্তীত হয়।”(১০. ৮)
- কোথাও যেতে হলে সময়ের মধ্যে হওয়ার চেষ্টা করুন। অন্যের সময়কে গুরুত্ব দিলে আপনার ব্যাপারে তার কাছে দায়িত্বশীলতার মনভাব প্রতীত হয়।
- Public place কখনো নোংরা করবেননা। কোনো জায়গা বা জিনিস ব্যবহারের পরে সেটি পরিষ্কার ও তার ব্যবহারযোগ্যতা বজায় রাখুন।
- ছোটো ছোটো জায়গায় হলেও যখনই পারবেন সাহায্য করুন। ছোটো ছোটো উপকারগুলিও বৃহৎ প্রভাব ফেলে।
- শব্দচয়ন এবং কথা বলার ধরন ভালো করতে শিখুন। আপনি কাউকে কোনো কথা বললে সঠিক শব্দচয়ন এবং কথার ধরণ ভালো রাখলে তার মনে আপনার সম্পর্কে ভালো প্রভাব আনবে।