জীবনের কিছু সাধারণ সত্য কী?

    জীবনের কিছু সাধারণ সত্য কী?

    Train Asked on December 12, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • কয়লা কে হীরার মতো ভালোবাসা দেওয়া উচিত না, কারণ এই কয়লা একদিন নিজেকে হীরা ভাবতে শুরু করবে।
      • যাকে আপন ভাবা শুরু করবেন সেই যদি ধোঁকা দেয় তাহলে পুরো দুনিয়ায় আপনার জন্য কিছুই না।
      • কাউকে অতি তাড়াতাড়ি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না । বলা যায় না কালকে কি সে থাকবে কিনা।
      • টাকা ছাড়া এই দুনিয়াতে আপনি কিছুই না।
      • সফলতার গল্প মানুষ শুনতে পছন্দ করে।
      • ব্যার্থতার গল্প কয়জনে শুনে। অসফল ব্যক্তির গল্প কেউ শুনতে চাই না।
      • টাকা থাকলে মূর্খের কথাও জ্ঞানী হয়।
      • জ্ঞানী ব্যক্তির কদর করা উচিত। যা আমাদের সমাজ করে না।
      • বেশিরভাগ মানুষ নিজেকে সুপারস্টার ভাবে, নিজের ভুল দেখতে পারেনা।
      • মানুষ নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়। নিজের বিচার নিজেই করতে পারে না।
      • মানুষ কে যতই আপন ভাবেন না কেন শেষ মেষ আপনাকে দোষারোপ করবে, সবই তুমার ভুল।
      • পৃথিবীতে এমন মানুষ ও আছে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে
      • বন্ধুদের কে ফ্রীতে ওয়াইফাই ব্যবহার করতে দিলেও বলে স্লো কেন।
      • প্রত্যেক মা-বাবা চাই তার ছেলে/মেয়ে মানুষের মতো মানুষ হয়। কিন্তু তেমন হয় না।
      • সন্তান দোষ করলে, গালি শুনতে হয় বাবা-মাকে।
      • বেশিরভাগ মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না।
      • মানুষের জীবনে আঘাত না আসলে মানুষ পরিবর্তন হয় না। পরিবর্তন হওয়ার জন্য একটি আঘাতই যথেষ্ট।
      • প্রত্যেক মানুষের ভিতরেে লুকিয়ে থাকে একটি করে Monster, সময়ে অসময়ে এটা বাহির হয়ে যায়।
      • এই দুনিয়ায় ঠিকে থাকতে হলে নিজেকে অন্যর চাইতে দক্ষ করা ছাড়া উপায় নেই।
      • ২৫ হাজার টাকার চাকরির জন্য ২৫ বছর পড়াশোনা করা উওম
      Professor Answered on December 12, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.