জীবনের কিছু সেরা টিপসগুলো কী কী?

    Default Asked on December 4, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      1. আপনি যদি মোটরসাইকেল অথবা ব্যক্তিগত গাড়ি কিনতে চান এবং কিছুটা অতিরিক্ত ছাড় পেতে চান একইসঙ্গে, তাহলে মাসের শেষ দিকে কিনবার চেষ্টা করুন। সেলসম্যানরা মাসিক লক্ষ্য পূরণ করার জন্য কিছুটা অতিরিক্ত ঝুঁকি নিয়ে থাকে।
      2. আপনি যদি পুরনো গাড়ি কিনতে চান এবং গাড়িটির অতীত সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে গাড়ির নাম্বার দেখে এসএমএসের মাধ্যমে গাড়ির মালিকের প্রথমে নাম জেনে নিন। এবার একটু বুদ্ধি খরচা করে আঞ্চলিক থানায় গিয়ে ওই গাড়ির সম্পর্কে জেনে নিন। যদি কোন বড়োসড়ো দুর্ঘটনার মুখোমুখি হয়ে থাকে আগে, তাহলে আপনি সে খবরটি পেয়ে যাবেন
      3. যখনই কোন ট্রাফিক পুলিশ অথবা পুলিশের অবাঞ্ছিত মুখোমুখি হবেন, প্রথমে উনারা আপনার নাম এবং ঠিকানা এবং বাবার নাম ও জিজ্ঞেস করতে পারে। এসব বলে ওরা আপনাকে প্রথম সাক্ষাতেই নার্ভাস করে দিতে পারে। যদি আপনি প্রথম জিজ্ঞাসাতেই সবকিছু বলে দেন, ওরা বুঝে যাবে আপনি ভয় পেয়েছেন এবং আপনাকে ব্যবহার করে অনৈতিক ফায়দা তুলতে শুরু করবে। অর্থাৎ সোজা কথায় টাকা চাইবে। চেষ্টা করবেন কোন কিছুরই উত্তর সঙ্গে সঙ্গে না দেওয়ার এবং ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করবেন না। সাফল্যের সঙ্গে পরিস্থিতি জয় করার সম্ভাবনা আপনার অনেকটাই বেড়ে যাবে।
      4. শপিংমলে ফাকা অবস্থায় এবং সহজভাবে কেনাকাটা করতে চাইলে বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে শপিং করার চেষ্টা করুন, এই সময় ভির সব থেকে কম থাকার সম্ভাবনা থাকে
      5. কারো সঙ্গে কথা বলার সময় “আমি” সর্বনাম টি সব সময় কম ব্যবহার করার চেষ্টা করুন। আপনি ওই ব্যক্তির মন সহজে জয় করতে পারবেন।
      6. দিনের শুরুটা সব সময় প্রার্থনা দিয়ে শুরু করবেন। আপনার দিন ভালো যেতে বাধ্য।
      7. একটু অন্যরকম সময় কাটাতে চান? কোন একটি বড় হাইওয়ে র ঠিক মাঝে চলে যান। এবার আপনার গাড়ি অথবা বাইকটিকে একটু পাশে রেখে ওখানে দাঁড়ানোর চেষ্টা করুন। হাইওয়ের দুপাশ থেকে আসা গাড়ি গুলোকে ভাল করে লক্ষ্য করার চেষ্টা করুন। গভীর রাতের দিকে করতে পারলে এগুলোও ভালো লাগবে আরো বেশি। আপনার জীবনে অন্যরকম অভিজ্ঞতা পেয়ে যাবেন।
      8. চা য়ে যদি মিষ্টি বেশি হয়ে যায়, তৎক্ষণাৎ একটি মিষ্টি বিস্কুট খেয়ে নিন। এবার চা সুস্বাদু হয়ে উঠবে
      9. জীবনে কোন একটি ভুল করে ফেললে এবং তার জন্য আফসোস হতে শুরু করলে তৎক্ষণাৎ আপনি ভাবুন আগামী পাঁচ বছর পর এই ঘটনার কোনো প্রভাব আপনার জীবনে থাকবে কিনা? যদি মনে হয় থাকবে না, তাহলে আর আফসোস করার কিছু নেই ভুলে যান সব কিছু।
      10. মন ভালো লাগছে না, গান শুনতেও ইচ্ছা করছে না! আপনি এক কাজ করুন। আপনার প্রিয় গানটি কে চালিয়ে ওই গানের লিরিক্স অনুসরণ করে গানটি গাওয়ার চেষ্টা করুন, ভালো লাগবে
      11. গাড়ি অথবা বাইক সব সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টা মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। জীবন এবং জ্বালানি দুটোই বেঁচে যাবে।
      12. গীতা, কোরআন, বাইবেল অথবা আপনার প্রিয় ধর্মগ্রন্থকে একবার ভালো করে পড়ে নিন। জীবনে দ্বিতীয় বার কোন সেলফ ডেভেলপমেন্ট এর বই পড়তে হবে না।
      13. Quora তে প্রত্যেকদিন অন্তত একটি করে উত্তর লেখার চেষ্টা করুন। বছরে 365 টি উত্তর হয়ে যাবে।
      14. ইউটিউব থেকে হয়তো বেশি অর্থ উপার্জন করা যায়। Quora হয়তো সেই সুযোগ দেয় না। কিন্তু অর্থ উপার্জন ই কি জীবনের সবকিছু হতে পারে? বিচার করুন।
      15. অনাবশ্যক লোন নেওয়ার ইচ্ছে হলে আপনি শুধু ওই লোনের প্রদেয় সুদের কথা চিন্তা করতে থাকুন। লোন নেওয়ার ইচ্ছে চলে যাবে।
      16. আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, কিন্তু বর্তমানে ধূমপান ছাড়ার ইচ্ছা হয়েছে; তাহলে ধূমপানের ইচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গে এক গ্লাস গরম দুধ খেয়ে নিন। ধূমপানের ইচ্ছে অনেকটা চলে যাবে।
      17. বাংলাদেশের বন্ধুদের সাথে আলাপ করুন। ওনারা খুব ভালো মনের মানুষ। আপনার মনকেও ভালো করে দেবে
      18. কুরুক্ষেত্রে মহাভারতের বিভিন্ন চরিত্র কে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলো নিয়মিতভাবে শোনবার চেষ্টা করুন। জীবনে চলতে সুবিধা হবে।
      19. আপনি যদি চশমা ব্যবহার করেন এবং সহজ উপায়ে নিয়মিত পরিষ্কার করার উপায় খোঁজেন, তাহলে আমি বলব চশমা টিকে একটি পাত্রে জলপূর্ণ করে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখুন। এবার কোন সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ফারাক বুঝতে পারবেন। রাসায়নিক জিনিস ব্যবহার না করার পরামর্শ দেবো, এতে চশমার উপরে আবরণ নষ্ট হয়ে যায়।
      20. বাইক অথবা গাড়িতে তেল ভরতে চাইলে খুব সকালে অথবা একটু রাতের দিকে তেল ভরার চেষ্টা করুন। এই সময়ে তেলের ঘনত্ব সবথেকে কম থাকার সম্ভাবনা। অর্থাৎ আপনি একই টাকায় একটু বেশি পরিমাণ তেল পেয়ে যাবেন। এবং সব সময় ট্যাঙ্কি পূর্ণ করে তেল পরে চেষ্টা করুন, এতে পেট্রল পাম্প দ্বারা ঠকবার সম্ভাবনা কমে যায়।
      Professor Answered on December 4, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.