জীবনের কি কোনো গভীর অর্থ আছে?

    জীবনের কি কোনো গভীর অর্থ আছে?

    Doctor Asked on August 3, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      জীবনের এমনিতে কোনো স্বকীয় অর্থ নেই । স্বর্গ, নরক, আত্মা, ঈশ্বর, শয়তান, পাপ, পুণ্য ইত্যাদি বিশ্বাসের লেন্স সরিয়ে নিয়ে যদি জীবনকে প্রত্যক্ষ করেন তবে জীবন নিরর্থকই মনে হবে । কোনকিছুই শ্বাশত নয়, ধ্রুব নয়; সবকিছুরই মৃত্যু আছে, শেষ আছে । যদি মৃত্যুতেই সব শেষ বলে মেনে নিই তাহলে সবকিছুই বলতে গেলে অর্থহীন ।

      আমাদের গতানুগতিক জীবনও সেই অর্থে নিরর্থক; সবকিছুরই পুনরাবৃত্তি হয়ে চলেছে শুধু । একই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ঘুরে-ফিরে আসছে । ঘুরে-ফিরে আসছে একই রুটিন । আর এই সব করতে-করতেই একদিন…সব শেষ । মৃত্যু । এর মধ্যে অর্থ কোথায়?

      এই ধরনের উপলব্ধির মুখোমুখি হওয়াটা অধিকাংশের কাছেই কঠিন ব্যাপার, যেহেতু বিশ্বাসের মাঝেই আমরা সবাই বেড়ে উঠেছি । জন্ম থেকে বিশ্বাস করে এসেছি এমন অনেক কিছু যার কোনো ভিত্তি নেই । তাই বিশ্বাসকে আঁকড়ে থেকেই বাঁচতে চায় অধিকাংশ মানুষ, বিশ্বাসকে বাদ দিয়ে দেখতে চায় না জীবনটাকে । যদি সইতে না পারে! দর্শনের ভাষায় একে বলা হয় ‘দার্শনিক আত্মহত্যা’।

      তবে বিশ্বাস ছাড়া একেবারেই উপায় নেই জীবনে বেঁচে থাকার এমন নয়; মানবধর্ম সে উপায় দিয়ে গেছে । জীবনের স্বকীয় অর্থ না থাকে না থাক, অর্থ নিজের মত তৈরী করে নিলেই হলো ! জীবন নিজের, সুতরাং তাঁর অর্থও নিজের মত তৈরী করে নেওয়া যায় । এইভাবে দেখলে জীবনের কোনো নিজস্ব অর্থ না থাকাটা এক ধরনের স্বাধীনতায় পরিণত হয় । সবাই নিজের জীবনের অর্থ নিজের মত করে করে নিতে স্বাধীন হয়ে যায় তখন ।


      Professor Answered on August 3, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.