জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে?
জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে?
আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো কাজ এবং মানুষের ব্যবহার।
আমি একটানা অনেকদিন কাজের চুরি করে দেখেছি কেউ পছন্দ করে না কেউ সহ্য করতে পারে না। সবাই বলে আমি নাকি কাজে ফাঁকি দেই আমি কাজে চুরি করি।
কিন্তু যেদিন থেকে আমি ঠিক ঠাক কাজ করা শুরু করলাম তখনো দেখি কেউ সহ্য করতে পারে না সবাই হিংসা করে।
ঠিকঠাক কাজ করলেও সমস্যা ভালোভাবে কাজ করলেও সমস্যা। বলেন তো ভাই যায় কোথায়।
আপনি নিজের স্বার্থ দেখবেন =আপনাকে সবাই বলবে স্বার্থপর।
আপনি মিথ্যা বলবেন =আপনাকে সবাই বলবে আপনি মিথ্যাবাদী।
আপনি সত্য বলবেন=আপনাকে সবাই সত্যবাদী বলবে না। তখন আপনাকে এড়িয়ে যাবে সবাই। এবং কি বলবে সত্যবাদী এসে গেছে। এখানে আর থাকা যাবে না।
আপনি অন্যের ভালো দেখবেন এবং ভালো করবেন =আপনাকে সবাই বলবে বোকা।
আপনি খারাপ কাজ করবেন =আপনাকে সবাই বলবে, আপনি অন্তত খারাপ লোক আপনি ভালো লোক নয়।
আপনি ভালো কাজ করবেন =তখন আপনার আশেপাশের লোক আপনার সাথে হিংসা করবে। কেননা আপনি ভালোর মাধ্যমে অনেক এগিয়ে যেতে পারবেন। আর ভালোর প্রশংসা ভালো মানুষই করে। আর যারা ভালোর প্রশংসা করতে পারে না তারা চায় আপনি কেন উপরে উঠবেন তাই তারা হিংসা করে।
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন, দেখেন আশেপাশের লোকের অবস্থাটা কি হয়।
দাড়ি রাখবেন আপনি = চুলকাবো আশেপাশের লোকের।
আপনি খারাপ কাজও করবেন খারাপ কথাবার্তা বলবেন অপকর্মে জড়িয়ে যাবেন= কেউ আপনাকে মানা করবে না সবাই বলবে ঠিক পথে আছো তুমি।
কেননা তারা চায় আপনি সঠিকটা না বুঝতে পারেন এবং আপনার প্রিয়জন হওয়ার জন্য, তারা খারাপ পথ কেউ সঠিক বলে দেয়, সবাই বলব আপনাকে যে আপনি সঠিক পথে আছেন।
কিন্তু মোটেও সঠিক পথে নেই, কিন্তু আপনার বন্ধুবান্ধবেরা আপনাকে সবসময় বলেবে আপনি ভালো পথেই আছিন কেননা তাদের স্বার্থ বুঝে তারা তোষামতি করে।
দিনশেষে যখন নিজে ভুল নিজে বুঝতে পারিবেন, আপনি মোটেও সঠিক পথে নয়। সেই সময় বুঝতে পারবেন যে আশেপাশের মানুষ সবসময় আপনাকে তেল মেরেছে। এখন আপনাকে বিপদে ফেলে দিয়েছে।
তাই আমার আশেপাশের লোক যাই বলুক না কেন আমি কানে ঢুকায় না এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই।
তাই আপনি খারাপ করেন এবং ভালো করেন সেটা আপনার ব্যাপার আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন অন্য জনের কথা কানে নিবেন না।
আমি যেটাই করি না কেন সব সময় দেখি একজন না একজন আমার কাজের ভুল এবং কথার ভুল ধরার জন্য রেডি।
আপনার কাজ আপনি করে যান আশেপাশে আমাদের ভুল ধরার লোকের অভাব নাই। তাই আশেপাশের লোকের কথায় নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না কোন সময় ।
আপনি যেটাই করেন না কেন হিংসুক হিংসামে করবে এই।
আমি যেটাই করি না কেন তারা জ্বলবে, আমিও তাদের জ্বলতে দেই।