জীবনের কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হওয়া উচিত? কেন?

    জীবনের কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হওয়া উচিত? কেন?

    Default Asked on December 26, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আমার এই ক্ষুদ্র বয়সে জীবনের অভিজ্ঞতা বড়ই কম । তবে জীবনের কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হতে হয় বলেই জানি ।

      ছোট্ট থেকেই শুনে আসছি স্বার্থপর হওয়া উচিত নয় । স্বার্থপর হওয়া খারাপ । কিন্তু , একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখলেই বোঝা যায় , স্বার্থপর হওয়া কোনো খারাপ গুন নয় । স্বার্থপর হয়ে অপরের ক্ষতি করা অবশ্যই অন্যায় । কিন্তু অন্যের ক্ষতি না করে কেবল নিজের ভালোমন্দ দেখা কোনো খারাপ কাজ না ।

      শরীরে ভাইরাসের সংক্রমণ হলে শরীর সহজাতভাবেই স্বার্থপরের মতো ভাইরাসের বংশবিস্তারে বাঁধা দেয় । এক্ষেত্রে শরীর স্বার্থপর ছিল বলেই করোনাজয়ীদের পক্ষে করোনা জয় করা সম্ভব হয়েছে । আবার ঠিক একইভাবে জীবনে মনটাকেও কোনো কোনো ক্ষেত্রে স্বার্থপর হতে হয় ।

      • কারোর প্রতিভাকে যদি কেউ প্রকাশ করতে বাঁধা দেয় তাহলে এক্ষেত্রে স্বার্থপর হতেই হয় ।

      যেমন , আগেকার দিনে বিশেষত মহিলাদের বিভিন্ন কুসংস্কারের দোহাই দিয়ে তাদের প্রতিভাকে দমিয়ে রাখা হতো । বর্তমানে যদিও সমাজ পালটে গেছে তবুও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ( অনেক সময় খবরে দেখা যায় ) অনেক মহিলাদের প্রতিভাকে প্রকাশিত হতে দেওয়া হয় না । এক্ষেত্রে যারা স্বার্থপর হন তারাই সফল হতে পারেন । পরোক্ষভাবে এই স্বার্থপরতায় সমাজের কল্যাণই হয় ।

      • স্বার্থপর মানুষদের উপকার করার ক্ষেত্রে স্বার্থপরতা বজায় রাখা উচিত । যদি উপকারীর উপকার নেবার পর তার নিন্দে করা হয় তবে পরবর্তীকালে সেই নিন্দুকদের উপকার করার ক্ষেত্রে স্বার্থপর হতে হয় । কারণ , এভাবে চলতে থাকলে পরবর্তীকালে অনেক বড়ো বিপদে পড়তে হতে পারে ।
      • পরীক্ষা দেবার সময় পাশের সহপাঠীকে সাহায্য করার ক্ষেত্রে স্বার্থপর হওয়া উচিত । কারণ , একেতো এটা অন্যায় । অপরদিকে , এতে নিজের ক্ষতি এবং পরোক্ষভাবে সেই সহপাঠীর ক্ষতি হয় ।

      আমাকে যদি কেউ সাহায্য করতে বলে তাহলে আমি তাকে পরিষ্কার বলি –

      দেখ, সব পরীক্ষায় তোর আমার পাশে সিট নাও পড়তে পারে । অতএব , নিজের চেষ্টায় পরীক্ষা দেওয়া অভ্যাস কর ।

      • নিজে খেটে তৈরি করা জিনিসের ক্ষেত্রে স্বার্থপর হতে হয় । কারণ , নিজের খেটে তৈরি করা জিনিসটি যদি কেউ নষ্ট করে তাহলে সৃষ্টির মধ্যে থেকে আরও এক সুন্দর সৃষ্টি তথা শ্রী হারিয়ে যায় ।
      • নিজের প্রাণ রক্ষার ক্ষেত্রে স্বার্থপর হতে হয় । কারণ , নিজে বাঁচলে তবেই অন্য কাউকে বাঁচানো সম্ভব ।
      Professor Answered on December 26, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.