জীবনের কোন সত্যকে আপনি মেনে নিয়েছেন যা আপনাকে আরও সুখী করেছে?
জীবনের কোন সত্যকে আপনি মেনে নিয়েছেন যা আপনাকে আরও সুখী করেছে?
সবকিছুর পরিণতিতে যে সুখ আসবে না-সাফল্য আসবে না; এটা যেদিন শিখেছিলাম সেদিনই আসলে বুঝতে পেরেছিলাম জীবন আসলেই খুব সরল এবং সোজা। আগে ব্যস্ততার কারণে কোন কাজ না পারলে কিংবা প্রিয় মানুষটা কে জয় করতে না পারলে ভীষণ ছোট মনে হতো নিজেকে, দুনিয়ার সব দুঃখ নিজের উপর এসে ভর করতো। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যেত মন।
এক বন্ধুর কাছ থেকে প্রথম শিখতে পারি. নিজের হ্যাপিনেস বা সুখের কারণ কখনোই অন্য কিছু বা অন্যের হাতে দেয়া ঠিক না। বাচ্চাদের দিকে খেয়াল করলে একটা বিষয় দেখা যায়। বাচ্চাদের খেলনা দিন তারা খুশি হবে, গাড়ি দিন কিংবা আইসক্রিম দিন তারা খুশি হবে-তাতেই তারা খুশি। তারা কিন্তু খুব সহজে খুশি হয়। কি দিলেন সেটা তেমন গুরুত্বপূর্ণ না।নেয়াটাই তখন গুরুত্বপূর্ণ। জীবন, বস্তুগতভাবে আমাদের দিয়েই যাচ্ছে, এর চাইতে আর বড় প্রাপ্তি কিছু কি হয়?