জীবনের চরম সত্য কী কী?
১.প্রথমত গায়ে পড়ে কারো সাহায্য করতে যাবেন না। আর কারো সাহায্য করার পরে তার থেকে ভবিষ্যতে সাহায্য পাবার আশাও করবেন না;
২.কারো আশাকে নষ্ট করবেন না, হতে পারে এই আশাটাই ছিল তার শেষ সম্বল;
৩.নিজের ভুল বা দোষ স্বীকার করার মত মনোবল তৈরি করুন;
৪.যেটা আপনার দ্বারা করা সম্ভব না সেটা নিয়ে কাউকে প্রতিশ্রুতি দিবেন না;
৫.জানাকে মানায় রুপান্তরিত করতে না পারলে সে জানা অর্থহীন;
৬.দক্ষতা ছাড়া সততা শক্তিহীন;
৭.মানুষ নিজের কাছেই প্রথমে হেরে যায়;
৮.মুক্ত বিশ্বাস হচ্ছে সাফল্য অর্জনের ভিত্তি;
৯.যা করতে পারবেন না সে বিষয় বিনয়ের সাথে উল্লেখ করুন;
১০.সর্বাবস্থায় সকল বিষয়ে শুকরিয়া আদায় করুন, হয়তো আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ আছে