জীবনের চরম সত্য কী কী?

    জীবনের চরম সত্য কী কী?

    Add Comment
    1 Answer(s)

      ১.প্রথমত গায়ে পড়ে কারো সাহায্য করতে যাবেন না। আর কারো সাহায্য করার পরে তার থেকে ভবিষ্যতে সাহায্য পাবার আশাও করবেন না;

      ২.কারো আশাকে নষ্ট করবেন না, হতে পারে এই আশাটাই ছিল তার শেষ সম্বল;

      ৩.নিজের ভুল বা দোষ স্বীকার করার মত মনোবল তৈরি করুন;

      ৪.যেটা আপনার দ্বারা করা সম্ভব না সেটা নিয়ে কাউকে প্রতিশ্রুতি দিবেন না;

      ৫.জানাকে মানায় রুপান্তরিত করতে না পারলে সে জানা অর্থহীন;

      ৬.দক্ষতা ছাড়া সততা শক্তিহীন;

      ৭.মানুষ নিজের কাছেই প্রথমে হেরে যায়;

      ৮.মুক্ত বিশ্বাস হচ্ছে সাফল্য অর্জনের ভিত্তি;

      ৯.যা করতে পারবেন না সে বিষয় বিনয়ের সাথে উল্লেখ করুন;

      ১০.সর্বাবস্থায় সকল বিষয়ে শুকরিয়া আদায় করুন, হয়তো আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ আছে

      Professor Answered 3 days ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.