জীবনের পাঁচটি সমস্যা কী যা আপনি প্রায় প্রতিদিনই মুখোমুখি হন?
জীবনের পাঁচটি সমস্যা কী যা আপনি প্রায় প্রতিদিনই মুখোমুখি হন?
Add Comment
- রেস্তোরায় খেতে এসে ফোন, মানিব্যাগ রেখে চলে আসা। গত ছয় মাসে ২০ বার এমন হয়েছে। একবার ছাড়া প্রতিবার ফেরত পেয়েছি। এখন বুঝি যে দেশে বহুত ভাল মানুষ আছে।
- কিছু মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চায়। আমি নাস্তিক নাকি আস্তিক, আমার আব্বা-আম্মা কী করে, টাকা উপার্জন করি কিনা; এসব প্রশ্ন। অসহ্য লাগে আমার। একটা মানুষের সৃষ্টি আর তার ব্যক্তিগত জীবনকে আমরা আলাদা চোখে দেখতে শিখিনি।
- রাস্তার অসহায় মানুষদের কিংবা পথশিশুদের ভালো রেস্তোরায় প্রবেশ করতে না দেয়া। এই জিনিসটার সবচেয়ে বেশি শিকার হয়েছি আমি। কত ঝগড়া করি এজন্য। মাঝে মাঝে হতাশ হয়ে ফুটফাতের রেস্তোরায় তাদের নিয়ে খাওয়া-দাওয়া করি। এ নিয়মটা কবে শেষ হবে।
- বই উপহার দেয়ার জন্য আব্বা-আম্মার কাছে প্রচুর বকা শুনতে হয়। এজন্য লুকিয়ে লুকিয়ে বই কুরিয়ার করতে নিয়ে যেতে হয়।
- অতিরিক্ত বই কেনার ফলে হাত খরচের একটা টাকাও অবশিষ্ট থাকে না। রেস্তোরায় খাওয়া এবং ভ্রমণ করা বাদ দিতে হয়েছে। বই কেনার পর তো আর টাকা থাকে না। ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’ সৈয়দ মুজতবা আলীর এই উক্তিটা কিছু কিছু বইপোকার জন্য মারাত্মক ভুল।