জীবনের প্রকৃত সফলতা কোথায়?
জীবনের প্রকৃত সফলতা কোথায়?
সফলতার সংজ্ঞা অনেকের কাছে অনেকরকম। কিন্তু চূড়ান্ত সফলতা যে জান্নাত লাভ করা, এ ব্যাপারে মুমিনদের ভেতরে কোনো দ্বিমত থাকতে পারে আশা করি না।
দুনিয়া হলো পরীক্ষাক্ষেত্র। দুনিয়াতে আল্লাহ তায়ালা আপনাকে সুখে রাখেন, কষ্টে রাখেন, গরীব বানায় রাখেন বা কোটিপতি বানায় রাখেন, সবকিছুই আসলে পরীক্ষা। দুঃখের মাঝে আপনি ধৈর্ষ ধরে আল্লাহর কাছে সাহায্য চাইছেন কিনা অথবা সুখের সময় আপনি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছেন কিনা, এ সব কিছু হিসেব করে রাখা হচ্ছে। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে আপনি।
কষ্টের পরে সুখ আসবে। আবার সুখের পরে কষ্টও আসবে। পর্যায়ক্রমে আসবে, সেইটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন, তাহলে শুধু সুখ আর শান্তি। অনন্তকালের শান্তি।
আর দুনিয়াতে সফলতা বলতে বোঝানো হবে, আপনি সেই চূড়ান্ত শান্তি নিজের ও নিজের কাছের মানুষগুলোর জন্য নিশ্চিত করে মারা যেতে পারলেন কিনা। জীবনের উদ্দেশ্যও কিন্তু এইটাই। আমরা যারা জীবনের উদ্দেশ্য খুঁজে পাই নি এখনো, তারা নোট করে রাখি।
এবং সেই চূড়ান্ত সফলতার নিশ্চয়তা আসবে যখন আপনি আপনার রবকে খুশি রাখতে পারবেন। আর রবকে খুশি রাখার জন্য তাঁর ইবাদত করে যেতে হবে। সারাজীবন।
তবে হ্যাঁ, নিশ্চিত হয়ে কখনোই যেতে পারবো না আমরা। ইতিহাসের অনেক বড় বড় জ্ঞানী-গুণি ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে বিদায় নিয়েছেন। তবুও তাদের আশঙ্কার কমতি ছিলো না। সেখানে আমরা কিছুই না।
কিন্ত এগুলো ছেড়ে শুধু বাড়ি-গাড়ি-টাকা-সম্পদ-স্ট্যাটাস ইত্যাদি বাড়ানোকে সফলতা মনে করলে বোকামি করবেন। কারণ এইগুলোর কোনো সীমা নাই। আপনার যত হবে, আপনার আরো বাড়াতে ইচ্ছা করবে। স্বাভাবিক। এমনকি নৈতিক পথে থেকে এগুলো বাড়াতেও দোষ নাই। কিন্তু এর ভেতরে সফলতা খুঁজতে যাওয়া আসলেই বোকামি।
সুতরাং, আপনার রবের ঠিক করে দেওয়া জীবনপদ্ধতি অনুযায়ী নিজের জীবন সাজান। কাছের মানুষগুলোকেও এই পথের সাথী বানান। আল্লাহর দয়ায় সবাই যদি একসাথে অনন্তকাল বেহেস্তে কাটানোর সুযোগ পান, এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে?