জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?
জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?
Add Comment
কুরুক্ষেত্রের যুদ্ধশেষে ধৃতরাষ্ট্র যখন তাঁর শতপুত্রের মৃত্যুশোকে একেবারে আকুল তখন বিদুর তাকে সান্ত্বনাপ্রদানের উদ্দেশ্যে বলেন—
সর্বে ক্ষয়ান্তা নিচয়াঃ পতনান্তাঃ সমুচ্ছ্রয়াঃ ।
সংযোগা বিপ্রয়োগান্তা মরণান্তম্ চ জীবিতম্ ।।
অর্থাৎ সমস্ত সঞ্চয়ই একসময় নিঃশেষিত হয়ে যায়, সব উত্থানের অন্ত পতনে হয়, সব মিলনের অন্ত বিচ্ছেদে হয়, সব জীবনের অন্ত মরণে হয় ।
লৌকিক জগতের পরিবর্তনশীলতা, জীবনে সমস্ত কিছুর ক্ষণস্থায়ীতা এবং পরিবর্তনের অনিবার্যতাই হয়তো সত্যের কঠিনতম রূপের প্রকাশ ।