জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?
Divorce এর ক্ষেত্রে:
মেয়েরা toxic relationship থেকে বের হলে বলা হয় “সাহসী”। আর পুরুষরা toxic relationship থেকে বের হলে বলা হয়, “একটা মেয়ের জীবন নষ্টকারী, জুলুমকারী” ইত্যাদি।
সন্তান থাকলে মায়েদের ক্ষেত্রে বলা হয়,” সন্তানের ভালোর জন্যই আলাদা হয়েছে” অথবা “আদরের সন্তানকে একটা ভালো পরিবেশ দেয়ার জন্য আলাদা হয়েছে”। আর পুরুষের ক্ষেত্রে বলা হয় “সন্তানের কথা চিন্তা করে নাই”।
সিঙ্গেল মাদার হওয়াও এখন মেয়েদের একটা ভিকটিং কার্ড খেলার, সহমর্মিতা পাওয়ার শক্তিশালী আইটেম। অথচ গত তিন বছরে আমি জেনেছি, আমার মত প্রচুর বাবা আছেন যারা সন্তানের আক্ষরিক অর্থেই লালন-পালন করেছেন, ডিভোর্সের পর সিঙ্গেল ফাদার হতে চান, লালন-পালন সহ সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিতে চান কিন্তু এর পরেও এই সমস্ত মায়েরা বাবাদের কাছ থেকে সন্তানদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে এবং সমাজের কাছে ঠিক এর বিপরীত কথাটা বলে বেড়াচ্ছে।