জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?
জীবনের সবচেয়ে কঠিনতম সত্য কী?
জীবনের কঠিনতম সত্য হচ্ছে বেঁচে থাকতে হবে এমন একটা জীবনে যেখানে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হবে। মজার ব্যাপার হলো জন্মই একমাত্র সময় যখন আপনার সিদ্ধান্ত কেউ জানতে চায় নি! আপনাকে এই পৃথিবীতে এনে ফেলা হলো আর তারপর দিয়ে দেয়া হলো পদে পদে অপশন।
এটা করেবেন তাহলে ওইটা না করার অনুতাপ এবং জবাবদিহি।
ওইটা করবেন তাহলে এইটা না করার অনুতাপ এবং জবাবদিহি।
এইতো কিছুদিন আগে ভারতের ২৭ বছরের এক তরুন বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে দিয়েছে (অথবা করার প্লান করেছে) তার অনুমতি ছাড়া তাকে পৃথিবীতে আনার জন্য। এই তরুনকে আপনি কি আসলে পাগল বলে দিতে পারেন? তার লজিক কি ফেলে দেওয়া যায়?
আমাকে পৃথিবীতে আমার অনুমতিতে কেউ তো আনে নি তাহলে আমাকে কেন চাকরি করতে হবে? যুদ্ধ দেখতে হবে? ট্র্যাফিক জ্যামে বসে থাকতে হবে? প্রতিদিন অসংখ্য কাজের অংশ হতে হয় যেগুলা আমি চাই নি!
আমার কাছে মনে হয়ে বেঁচে থাকতে হয় কিংবা পারতে হয় এটাই জীবনের নির্মম সত্য।