জীবনের সবচেয়ে কঠিন কাজ কী?
জীবনে সবচেয়ে কঠিন কাজ কী, সেটা আপেক্ষিক বিষয়।
আমার কাছে জীবনের সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে, অপ্রাপ্তির বেদনায় নিজেকে বিদ্ধ না করে, জীবনে যা ই পাওয়া গেছে, সে প্রাপ্তি নিয়ে তৃপ্ত থাকা, উল্লসিত থাকা, ব্যর্থতা, হতাশা কে জীবন থেকে, লক্ষ যোজন দূরে সরিয়ে রাখা।
আপভোট না পেলে বিন্দুমাত্র দু:খ নেই, কোরাবাংলায় যে লিখতে পারি,
সে আনন্দেই উল্লসিত থাকি আমি, সততই।