জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো মানতে এত কষ্ট হয় কেন?
জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো মানতে এত কষ্ট হয় কেন?
নিজস্ব মতামত দিচ্ছি ।
আসলে কষ্টের ব্যাপারটা ঠিক কঠিন সত্যি মানতে হওয়ার জন্য ততটা নয় যতটা নিজের গড়ে তোলা ধারণা ও মূল্যবোধগুলো আক্রান্ত হওয়ার জন্য ।
যেসব অভিজ্ঞতা আমাদের সযত্নে লালিত মূল্যবোধগুলোকে আঘাত করে সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই আমরা সাধারণত জীবনের এই “কঠিন সত্যের” শিক্ষা লাভ করি ।
যেমন, ধরা যাক
আপনি জীবনে ভালো মানুষ হয়ে ওঠাকে অগ্রাধিকার দেওয়ার ধারণা নিয়ে বড় হয়েছেন অথচ দেখলেন যে সমাজে ভালো হওয়ার চাইতে মূল্য বেশি বড় চাকরি, গাড়ি-বাড়ি, অর্থ, রূপ ও পদমর্যাদার । এই অভিজ্ঞতা মূলত আপনার মূল্যবোধকে আঘাত করবে যা আপনার কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে । এই কষ্ট লাঘব করতে আপনার মন একটা ব্যাখ্যা খুঁজবে এবং তখন একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এমন কেউ আপনাকে বলবে যে এটাই জীবনের কঠিন সত্য যে মানুষ অর্থ, রূপ, পদমর্যাদা দিয়েই অন্যের বিচার করে ।
আপনার মনে হবে যেন আপনার কোনো ভ্রান্তিনিরসন (disillusionment) হল, আপনি আসল জগৎটাকে প্রথমবারের জন্য চিনলেন । হতাশা বা অবসাদ গ্রাস করাও অসম্ভব নয় । আর সেটা হলে আপনি স্বাভাবিক জীবনে আবার তখুনি ফিরে আসবেন যখন আপনার মনে জন্ম নেবে নতুন মূল্যবোধ, যা আপনার তিক্ত অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রক্ষা করে তৈরী হবে ।
মূল্যবোধের এই ভাঙা-গড়াটাই হল প্রকৃত কষ্টের কারণ । প্রশ্নে যেহেতু কঠিন সত্যের কথা বলা আছে আমি একটা “কঠিন সত্যের” উদাহরণ দিয়েই বোঝালাম । কিন্তু আসলে এর জন্য কঠিন সত্যের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই । এটার জন্য আরেকটা উদাহরণ দিই ।
ধরা যাক আপনার প্রেমিক/প্রেমিকা অত্যন্ত নির্মমভাবে আপনার বিশ্বাস ও হৃদয় দুই-ই ভঙ্গ করে আপনাদের দীর্ঘ সম্পর্কে ইতি টানলেন এবং অনতিপরেই একজন সুদর্শন, অর্থবান যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন । এই ধরণের ঘটনাও আসলে আপনার মূল্যবোধে চরম আঘাত, যার পরিণাম অপরিসীম কষ্ট । কারণ আপনি বুঝতে পারছেন না যে মানুষটা আপনার সাথে কেন এমন করলো । অনিবার্যভাবে আপনার মন তখন একটা ব্যাখ্যা খুঁজবে এই অভিজ্ঞতার এবং কী ব্যাখ্যা আপনি গ্রহণ করছেন তাঁর উপর নির্ভর করেই তৈরী হবে আপনার নতুন মূল্যবোধ ।
ধরা যাক আপনি এই ব্যাখ্যা গ্রহণ করলেন যে সব ছেলে/মেয়েরাই আসলে খেলোয়াড় প্রকৃতির; অন্যের মন নিয়ে ছিনিমিনি খেলে তারপর সুযোগ বুঝে সরে পড়াই তাঁদের কাজ । এই ব্যাখ্যার ভিত্তিতেই গড়ে তুললেন নতুন মূল্যবোধ । কিন্তু তারপর, আপনার জীবনে আগমন ঘটলো এমন একজন মানুষের যে এই মূল্যবোধের সাথে খাপ খায় না । আপনি যতবারই তাকে ছকে ফেলার চেষ্টা করেন, ততবারই ব্যর্থ হন । কিছুতেই যেন আপনার চেনা অংকের সাথে মেলাতে পারেন না ।
এক্ষেত্রেও আপনার মূল্যবোধের সংকট দেখা দেবে এবং আরো একবার আপনাকে কষ্ট পেতে হবে, যদিও এখানে কোনো কঠিন সত্যের আবির্ভাব ঘটেনি । কিন্তু যেহেতু আপনার আগের অভিজ্ঞতা থেকে তৈরী মূল্যবোধের সাথে এই মানুষটির চরিত্র ও ব্যবহার সাংঘর্ষিক, এর অর্থ আপনার মন এই ঘটনার ব্যাখ্যা করতে পারবে না এবং আপনাকে আরো একবার যন্ত্রণার সম্মুখীন হতে হবে ।
উপযুক্ত মূল্যবোধের অভাবই তাই কষ্টের আসল কারণ বলে আমি মনে করি । কঠিন সত্যগুলো অনেক সময় আমাদের মূল্যবোধের সমস্যাগুলো সামনে এনে দেয় এইটুকুই ।