জীবনের সবচেয়ে দামি জিনিস কি?
অনেকে বলবেন চরিত্র। কিন্তু চরিত্র একটি বিচিত্র জিনিস। বিখ্যাত হতে চাইলে চরিত্র নিয়ে ভাল থাকুন। তারপরও কোন ফাঁক দিয়ে আপনার চরিত্র চিচিং ফাঁক হয়ে যাবে আপনি টেরই পাবেন না। আপনি কী, সেটা আপনার উপর নির্ভর করে না । অন্যরা আপনাকে কী চোখে দেখে সেটাই গুরুত্ব পূর্ণ। আমার মনে হয় লাইফস্কিল খুবই গরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনাকে পরিবর্তিত পরিস্খিতির সাথে খাপখাওয়াতে শেখাবে। সমস্যার সমাধান দেবে। এর সাহায্যে কারও পরামর্শ ছাড়াই আপনি এক একা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। লো-স্টিমের মানুষরা চরিত্র নিয়ে ভাবে। পবিত্র থাকার চেষ্টা করে। আসলে কেউই শেষ পর্যন্ত পবিত্র থাকে না।