জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
সে মেয়েদের প্রতি দূর্বল ছিলো, তবে যিনা কারী ছিলোনা।
-মৃত বন্ধুর কবরকে উদ্দেশ্য করে এক যুবকের মন্তব্য।
“সে যে-কোনো মেয়ে দেখলেই আকৃষ্ট হয়ে পড়তো। বয়স, গায়ের রঙ কোনোটাই তাঁর নফসের নিকট ফ্যাক্ট ছিলোনা। তাঁর এই দূর্বলতার কারণে যিনায় জড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা তাকে অনেক চিন্তিত করে তুলতো। তাই সে মেয়ে থেকে নিজেকে সর্বদা দূরে রাখতো। যেখানে মেয়েদের ফিতনা বেশি ছিলো, সেসব জায়গায় মন চাইলেও যেতোনা।
আর রাস্তায় মেয়ে দেখলে মাথা নিচু করে মনে মনে “আসতাগফিরুল্লহ্” পড়তে থাকার অভ্যাসটা আমার কাছে অনেক ভালো লাগতো। তাঁর মেয়েদের প্রতি প্রবল দূর্বলতা থাকা সত্ত্বেও আজ অবধি “রিলেশনশিপ” নামক জঘন্য পাপে জড়ায়নি। শুধুমাত্র এক আল্লাহ্কে ভয় করে সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে।”
-দীর্ঘশ্বাস ছেড়ে,”কে জানে? হয়তো তাঁর এই কাজে খুশি হয়ে রব তাঁকে তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নিলেন।”