জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
Add Comment
- সেই সব লোকের সঙ্গ এখনই ত্যাগ করুন,যারা ভবিষতে আপনাকে ত্যাগ করবে।
- বাবা-মায়ের কষ্টার্জিত অর্থ অপব্যয়ে উড়িয়ে দিয়েন না।
- সকলের সাথে মিলে মিশে থাকবেন এবং অন্যের ক্ষতি করবেন না। অন্যকেও আপনার ক্ষতি করতে দিবেন না।
- জীবনের গুরুত্ব অনুধাবন করতে শিখুন। আর ভালবাসার মানুষকে কখনও উপেক্ষা করবেন না।
- ধুমপান,মদ,সামাজিক মাধ্যম,ইন্টারনেট আর নারী কোনটাতেই আসক্ত হবেন না
- কারো সাথেই আপনার খারাপ ও গোপনীয় বিষয় শেয়ার করবেন না। তাহলে আপনার অনুপস্থিতির সুযোগে তারা হাসিঠাট্টা ও উপহাস করার সুযোগ পাবে না।
- সকালে কমপক্ষে ১-২ ঘন্টা ধ্যান ও মর্নিং ওয়াক করুন।
- নিয়ম ভঙ্গ করার ক্ষমতা না পাওয়া পর্যন্ত আপনি নিয়ম ভাঙ্গতে পারেন না।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অপরিচিত লোকের নিকট ছবি শেয়ার করবেন না। সেগুলি তারা প্রতারণামূলক কাজে ব্যবহার করতে পারে।
- স্বীয় সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার পরিবর্তে প্রতিরোধ গড়ে তুলুন।
- কাউকে অন্ধ অনুকরণ না করে নিজের ক্যারিয়ার ও লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন। বেকার থাকলে কেউই পাত্তা দেয় না।
- বাইরের কেউ আপনার জীবন পরিবর্তন করে দেবে না। নিজের উপর আস্থা রেখেই সবরকম পরিস্থিতি মোকাবেলা করতে শিখুন।
- আপনার পূর্বের কৃত ভুলের জন্য কোন অনুশোচনা নয়। সেগুলি ভুলে যান।
- আপনার দামি গাড়ি কিংবা দামি পোশাক আছে কিনা সেটা গুরুত্ত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো পরিবারের সাথে আপনি কতটুকু সময় কাটাচ্ছেন সেটাই।
- প্রতিদিনের পত্রিকা দেখুন আর ঘুমাতে যাওয়ার আগে ভাল ভাল বই পড়ুন।