জীবনে এড়িয়ে যাওয়ার বিষয় কোনগুলি?
জীবনে এড়িয়ে যাওয়ার বিষয় কোনগুলি?
Add Comment
১। অযাচিত মন্তব্য।
না জেনে, না বুঝে, যে কোনো বিষয়ে একটা মন্তব্য করে ফেলার অভ্যাস।
২। তর্ক।
পারতপক্ষে, এড়িয়ে যাওয়া উচিৎ, কারণ, তর্ক যে কখন তর্ক থেকে, কুতর্ক তে টার্ন করবে, তার কোনো ঠিক নেই এবং কুতর্ক করতে গিয়ে, নিজের ক্ষতি ছাড়া লাভ নেই।
৩। অহংকার।
এড়িয়ে যাওয়া উচিৎ, নিজে অহংকার করা বা অহংকারী লোকের সান্নিধ্য, দুটোই এড়িয়ে যাওয়া উচিৎ।
৪। সমালোচনা।
যে কোনো বিষয়ে সমালোচনা করা যায়। কিন্তু, এতে নিজের কোনো লাভই হয় না।
৫। লোভ।
লোভ, অনেকসময়ই সদিচ্ছা কে পরাজিত করে, নানা বিপত্তি সৃষ্টি করে।
৬। কুসংগ।
কুসংগে নিজের অজান্তেই নিজের বড়ো ক্ষতি ঘটে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।