জীবনে এত ব্যর্থতা কেন?
জীবনে এত ব্যর্থতা কেন?
Add Comment
টাইটানিক মুভি দেখেছেন? দেখে থাকলে বলেন তো এই মুভির সবচেয়ে সৌভাগ্যবান চরিত্র কোনটি? সে কি জ্যাক যে কিনা সবচেয়ে সুন্দর রমণীর রোজের প্রেমে পড়েছিল? নাকি রোজ যে কিনা ডুবে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য প্রেমিক জ্যাককে পেয়েছিল? এদের কেউই সৌভাগ্যবান নয়।
আসলে এদের কেউই সৌভাগ্যবান নন। সবচেয়ে সৌভাগ্যবান হচ্ছেন কেউ লোক যে জ্যাকের কাছে তাস খেলায় পরাজিত হয়েছিলেন।
এভাবে অনেক ব্যর্থতার মধ্যে কল্যাণ নিহিত থাকে। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।
