জীবনে কখনো কাউকে কর্মফল ভোগ করতে দেখেছেন? সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন কি?
জীবনে কখনো কাউকে কর্মফল ভোগ করতে দেখেছেন? সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন কি?
জীবনের প্রতিটি মানুষ প্রতিমুহূর্তে নিজের কর্মফল ভোগ করছে এখন আপনার যারা উত্তরটা পড়ছেন তারাও প্রত্যেকে বর্তমানে নিজের কর্মফল ভোগ করছে। আপনি ভাববেন কিভাবে, তাহলে একবার ভালো করে ভেবে দেখুন অতীতে আপনি যা করেছেন তার ফল এখন ভোগ করছেন, আর আপনি বর্তমানে যা করবেন তার ফল ভবিষ্যতে উপভোগ করবেন । কর্ম ভালো ফল ভালো কর্ম খারাপ ফল খারাপ।
ভেবে দেখবেন আমরা যখন ভবিষ্যতের কোন পরিকল্পনা করি যে এটা করব বা ওটা করব কিন্তু বর্তমানে সেই কাজটা করার জন্য কোন পদক্ষেপ নেই না তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের বর্তমানটা কখন অতীত আর ভবিষ্যৎটা কখন বর্তমান হয়ে গেছে আর আমাদের পরিকল্পনা অনুযায়ী কোন কিছু হয়ে ওঠে না। কিন্তু যখন আমরা ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী বর্তমানেই পদক্ষেপ নেওয়া শুরু করি তখন আমাদের ৯০% সুযোগ থাকে পরিকল্পনা পূরণ হওয়ার।