জীবনে কখনো কাউকে কর্মফল ভোগ করতে দেখেছেন? সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন কি?
জীবনে কখনো কাউকে কর্মফল ভোগ করতে দেখেছেন? সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন কি?
জীবনে কাউকে কর্মফল ভোগ করতে দেখেছি কিনা এই প্রশ্নটা জীবনে কখনো কোনো খারাপ মানুষকে উপযুক্ত শাস্তি পেতে অথবা কোনো ভালো মানুষকে উপযুক্ত পুরস্কার পেতে দেখেছি কিনা জিজ্ঞেস করার মতো । কিন্তু এমন প্রশ্ন কেন? মানুষ কি তবে তাঁর কর্মের ফল সবসময় ভোগ করে না?
কর্মবাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এমন প্রশ্নের একটাই উত্তর হতে পারে— মানুষ যেমন সবসময় কর্মে লিপ্ত, তেমনই সে সবসময় কর্মফলও ভোগ করছে । অতএব, আমরা সবসময়ই কাউকে তাঁর কর্মফল ভোগ করতেই দেখছি ।
একইসাথে কর্মে লিপ্ত হওয়া ও কর্মফল ভোগ করা বলতে কী বোঝানো হয়েছে সেটা একটু স্পষ্ট করে বলা প্রয়োজন । কর্মবাদে কর্মের প্রকারভেদ তিন রকমের—
১. প্রারব্ধ কর্ম: যেসব কর্ম অতীতে কৃত হয়েছে এবং যার ফলভোগ শুরু হয়ে গিয়েছে ।
২. সঞ্চিত কর্ম: যেসব কর্ম অতীতে কৃত হয়েছে কিন্তু যার ফলভোগ শুরু হয়নি ।
৩. সঞ্চীয়মান কর্ম: যেসব কর্ম বর্তমানে কৃত হচ্ছে এবং যার ফল এই জীবনে ভবিষ্যতে কিংবা পরজন্মে ভোগ করতে হবে ।
তাহলে দেখা যাচ্ছে মানুষ একদিকে কর্মে লিপ্ত হচ্ছে এটা যেমন সত্যি (সঞ্চিত কর্ম বা সঞ্চীয়মান কর্ম) তেমনিই সে বর্তমানে নিজের অতীত কর্মের ফল ভোগ করছে (প্রারব্ধ কর্ম) সেটাও সত্যি । আর কর্মবাদের দর্শন অনুযায়ী কর্মফল যেহেতু অবশ্যভোগ্য, এর অর্থ প্রতিটি মানুষই তাঁর অতীতের কোনো কর্মের ফল ভোগ করছে ।