জীবনে কোন কোন ব্যক্তির অবদান কখনোই ভুলে যাওয়া উচিত নয়?
জীবনে কোন কোন ব্যক্তির অবদান কখনোই ভুলে যাওয়া উচিত নয়?
১। রাস্তায় হোঁচট খেয়ে ঠিক পড়ে যাওয়ার আগের মুহূর্তেই যিনি এগিয়ে এসে জাপটে ধরে, পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেন, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
২। খুচরো নেই বলে, পাশ কাটিয়ে চলে আসার পরে ও যখন রাস্তার পাশে বসে থাকা ভিক্ষুক, দু’হাত তুলেই মঙ্গল কামনা করেন, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
৩। শরীরে মারণ ব্যাধি বাসা বেঁধেছে জেনেও যখন, কোনো চিকিৎসক বলে উঠেন, “কিচ্ছু না, ভয়ের কোনো কারণই নেই, একদম ঠিক হয়ে যাবেন, আমি তো আছি আপনার পাশেই, কোনো ভয় নেই”, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
৪। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে ও যখন কেউ বলেন, “ভালো হয়েছে, আগামী বছর আরো অনেক ভালো রেজাল্ট করবে, স্যিওর, আমি জানি”, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
৫। হতাশাগ্রস্থ বেকার কে যিনি বলে উঠেন, “সময়, সময়ের অপেক্ষা করতে হবে শুধু, খুবই ভালো চাকরী হবে”, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
৬। গায়ের রং কালো বলে যাঁর বিয়ের প্রস্তাব বাতিল হয়ে যাচ্ছে, তাঁকে যিনি বলে উঠতে জানেন, “গায়ের রং কালো নিয়েই অনেকেই জীবনে সুখে শান্তিতেই সংসার করেছেন, স্বীয় যোগ্যতায় খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন”, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
৭। কেউ স্বল্প বেতনের চাকরী করেন জেনেও যিনি, তাঁকে বলে উঠতে জানেন, “গ্রেট, কম বেতনের চাকরী হলেও, পর মুখাপেক্ষী নয় তো, স্বাবলম্বী তো”, তাঁকে ভুলে যাওয়া উচিৎ নয়।
৮। পরিবারের সুখে, দুঃখে, বাড়ীতে কাজে সাহায্য করার ব্যক্তিটি (domestic help) যখন পরিবারের সবার সাথেই একসাথেই হেসে বা কেঁদে উঠেন, তাঁর অবদান, ভুলে যাওয়া উচিৎ নয়।
৯। ঝড় বৃষ্টির রাতে ও যখন পাশের বাড়ীর কেউ, জানালা খুলে, গলা ফাটিয়ে চিৎকার করেই আশ্বস্ত করেন, “ভয় পাবেন না, আমরা আছি, কোনো ভয় নেই”, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
১০। কোরা বাংলায় লেখা উত্তরে যিনি মন্তব্যে ত্রুটি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন, বা উত্তরটির ভুল, ত্রুটির ক্ষেত্রে, নিজেই স্বেচ্ছায় সময় ব্যয় করে সংশোধন করে দিয়ে, সম্পাদনার পরামর্শ পাঠানো প্রয়োজন মনে করেন, তাঁর অবদান ভুলে যাওয়া উচিৎ নয়।
আর ?
১১। ভুলে যাওয়া উচিৎ নয় তাঁর অবদান, যিনি একদমই অচেনা, অদেখা কাউকে আত্মহননে উদ্যত দেখে, নিজের জীবন বাজি রেখেই, লাফিয়ে পড়তে জানেন চলতে থাকা ট্রেনের সামনে, নিজের বুক দিয়ে আগলে ধরে রেখেই, স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখেন, অন্যলোকে পাড়ি দেয়ার অটল সিদ্ধান্তকে।