জীবনে কোন ধরনের মানুষকে এড়িয়ে চলা উচিত?
সর্বপ্রথম আপনার জীবন নিয়ে অত্যুৎসাহী মানুষজনকে এড়িয়ে চলা মঙ্গল। অতিরিক্ত উৎসাহ মানেই আপনার জীবনের নেতিবাচক বা রসালো কোন রসদের সন্ধানে তেনারা আছেন।
নেগেটিভ মানুষ যে এড়িয়ে চলতে হয় সেটা সবাই জানে। আপনার অজান্তেই আপনি ওদের মতো হয়ে যাবেন… জাস্ট লাইক অ্যা ম্যাজিক।
মিথ্যুক আরেক ধরণের মানুষ যে আপনাকে পদে পদে বিপদে ফেলবে।
কারো মধ্যে যদি লোভ লালসা একটু বেশী পরিমাণে দেখতে পান তাহলে ওদের এড়িয়ে যাওয়া ভালো। আপনার সর্বস্বান্ত এবং বদনাম কুড়োনোর সুযোগ দেখা দেবে।
আর হলো যে আপনার অনুভূতি নিয়ে খেলা করে…তার মতো বিপদজনক মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। যে মানুষ আপনার সম্মানের, আপনার অনুভূতির পরোয়া করে না …তাকে প্রথম সুযোগে বর্জন করা উচিত। দ্বিতীয় সুযোগ দেওয়া মানে নিজেকে আরো ক্ষতবিক্ষত করা।
ব্যাস…এটুকু করতে পারলেই জীবন অনেক আনন্দময় হবে।