জীবনে চলার পথে কি টাকা বেশি প্রয়োজন?
জীবনে চলার পথে কি টাকা বেশি প্রয়োজন?
Add Comment
হা টাকার প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। টাকা দিয়ে প্রয়োজন মিটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায় কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না।
টাকা ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না এবং কি টাকা ছাড়া এই দুনিয়াতে চলাফেরা করা অসম্ভব।
- টাকা ছাড়া মনে হয় না এই সমাজে বসবাস করা যাবে।
- আপনি টাকা ছাড়া জঙ্গলে বসবাস করতে পারবেন। এই আধুনিক যুগে বসবাস করতে পারবেন না।
- আপনি টাকা ছাড়া চলাফেরা করতে পারবেন সেই গুহা বাসির যুগে যেতে হবে আপনাকে।
- বর্তমান পৃথিবীতে টাকার প্রয়োজন হিসেব ছাড়া আপনার টাকা লাগবেই টাকা ছাড়া জীবন অর্থহীন।
- বর্তমান সমাজ দাঁড়িয়ে আছে টাকার উপর।
- আমাদের জন্মের শুরু থেকেই টাকার প্রয়োজন মায়ের গর্ব অবস্থায় থাকাকালীন থেকেই টাকার প্রয়োজন।
- এবং কি মৃত্যু হলেও টাকার প্রয়োজন কাফনের কাপড় আতর গোলাপজল এসব তো লাগবেই আর এসব কিনতে গেলে টাকা লাগবে। অন্য কেউ দিলেও কিন্তু টাকায় লাগবে।
- এরকম সব ধর্মের লোকেরই মৃত্যুর পরেও কিছু না কিছু প্রয়োজন এবং টাকার প্রয়োজন।
- যারা নাস্তিক তাদেরও টাকার প্রয়োজন কফিন কেনার জন্য মৃত্যুর পরে।
- সমাধির জন্য জাগা কিনে রাখতে হয়। অনেক মানুষেরই মৃত্যুর আগে সমাধির জন্য জমি কিনে রাখতে হয়।
- তাই জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। কথায় বলে, টাকা দিয়ে সবকিছুব কেনা যায়! অর্থ জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য করে।
- একজনের আর্থিক অবস্থা শিক্ষা ও ভালো চাকরির মতো অনেক সম্ভাবনাকে প্রসারিত করে।
- তাই জীবনে অন্য কিছু না করলেও সৎ ভাবে টাকাটা উপার্জন করুন।
- সৎভাবে সঠিকভাবে নিজের পরিশ্রম দিয়া নিজের মেধা দিয়ে। আপনি টাকা ইনকাম করেন খরচ করেন আপনার শান্তি অন্যরকম।
- অসৎভাবে টাকা অপরজন করে সেই টাকা দিয়ে যেটাই করেন না কেন শান্তি পাবেন না। যেটা সৎ পরিশ্রম মেধা খাটিয়ে যে শান্তি পেতেন।
- টাকার প্রয়োজন বলেই যে সমাজে বৈষম্য দুর্নীতি ওনৈতিকভাবে টাকা উপার্জন করা কাম্য নয়।
টাকার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু সৎ পথে পরিশ্রম মেধা দিয়ে টাকা উপার্জন করুন।
এই ছবিটা দেখে কিছু বুঝেন কিনা কমেন্ট করুন।