জীবনে টাকার মূল্য কতখানি?
যে ব্যক্তি টাকার যত ভাল ব্যবহার জানে তার কাছে টাকার মুল্য তত বেশি। আমরা যেহেতু মানুষের অনুভূতি পরিমাপ করতে পারি না তাই টাকার মুল্যও আমরা পরিমাপ করতে পারিনা।
তবে এটা ঠিক যে বৈধভাবে উপার্জিত টাকার মুল্য অনেক অনেক বেশি। বৈধ উপার্জনকারীদের মহান আল্লাহ তাআলাও খুব ভালবাসেন।