জীবনে নিজের নীতিতে চলা কেন উচিত?
জীবনে নিজের নীতিতে চলা কেন উচিত?
Add Comment
পরীক্ষায় পাশ করার শর্ত হলো “যে গাছের উপরের মাথায় যে প্রথমে উঠতে পারবে সে প্রথম হবে”।
কে প্রথম হবে ? এবং কে চূড়ান্তভাবে ফেল করবে সেটি বলার অপেক্ষা থাকে না।
মাছকে আপনি গাছে উঠতে পারার ভিত্তিতে বিচার করলে মাছ সবসময়েই নিরাশ করবে। অবশেষে নিজেকেই বোকা মনে করবে এবং আশা ছেড়ে দেবে । অথচ জলে সাঁতারের জন্য মাছ সবথেকে আদর্শ ছিল।
আমাদের মানুষরা ঠিক একই নিয়মেই চলি, প্রতিটি মানুষের পছন্দ আলাদা, তার পছন্দ অনুসারে রাস্তাও অন্যদের থেকে আলাদা হতে পারে। নিজস্ব পথ এবং নীতিতে চলাই বাঞ্ছনীয়।
“3 ইডিয়টস” সিনেমাতে একটা সংলাপ
” সচিন টেন্ডুলকারের বাবা যদি ওনাকে খেলা ছেড়ে গান করতে বলতেন তাহলে কী তিনি সফল হতেন? “