জীবনে প্রথম ভালবাসা কে কি ভুলে যাওয়া সম্ভব?
জীবনে প্রথম ভালবাসা কে কি ভুলে যাওয়া সম্ভব?
আপনাকে আবেগঘন উত্তর অনেকে দেবে আমি না হয় একটু বৈজ্ঞানিক উপায়ে উত্তর দিই। এবার দেখুন মানুষের দুরকম ক্ষমতা হয়
সহজাত ক্ষমতা
অর্জিত ক্ষমতা
যেগুলো জন্মগত সেগুলো সহজাত আর যেগুলো আপনি কষ্ট করে শিখেছেন সেগুলো হল অর্জিত। তো প্রথম প্রেম দ্বিতীয় প্রেম এগুলো তো নিশ্চয়ই আপনার জন্মগত নয়।অর্জিত যা ক্ষমতা সেগুলো অভ্যাস না করলেই কিন্তু আপনি ভুলে যাবেন( সেই তে নির্জন দ্বীপে হারিয়ে গিয়ে কথা বলতে ভুলে যাওয়া, আবার অনেকদিন বেডরেস্ট এর পর হাঁটতে শিখতে হয়)। তো প্রথম , দ্বিতীয়, তৃতীয়…..অসীম অবধি যত ই প্রম করুন না কেন আপনি যদি নিজে চান তবে আপনি কেন আপনার এক্স অবধি ভুলে যাবেন আপনার প্রেম।
তাই টেনশন নেবেন না মন খুলে প্রেম করুন আর ব্রেক আপ হলে এক রাত একটু কেঁদে নেবেন ব্যাস সমস্যা শেষ।