জীবনে বড় হতে চাইলে নিজেকে কী কী করতে হবে?
জীবনে বড় হতে চাইলে নিজেকে কী কী করতে হবে?
০. বাপরে বাপ ২৮ জনের মত হয়তো উত্তর দিয়েছে প্রশ্নটার, এক এক জন এক এক কথা বলে, আর আপনি যে এই প্রশ্ন করেছেন, এ প্রশ্ন তো বোঝার ও ক্ষমতা নাই ওদের, ওরা সঠিক উত্তর দিবে কি, ভুলভাল মানুষের কাছে সঠিক প্রশ্ন করলে তারা ভুল উত্তর দিবে কারণ তারা নিজেরাই ভুল পথে আছে__?
- এখন জেনে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তর, আমার লেখা কথা বুঝতে গেলে একটু জ্ঞান থাকা দরকার, তা নাহলে আবার বুঝে আসবে না, ভালো করে বুঝে বুঝে পড়ুন__?
১. জীবনে বড় হওয়া দুই প্রকার_আপনি কি জানেন এবং এখন পর্যন্ত আপনার প্রশ্নের উত্তর যারা দিয়েছে তারা কি বলেছে এ কথা__দুই প্রকার হলো__?
- ১. পৃথিবীর জন্য নিজেকে সব দিক থেকে আলাদা এবং বড় করে তোলা_
- ২. পৃথিবীতে থেকে আখেরাতের জীবনটাকে সুন্দরময় বড় দামি করে তোলা_
২. আপনি নামাজ কালাম ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, নবীজির আদর্শ ছেড়ে দিয়ে, পৃথিবীতে সফল হওয়ার জন্য বড় হওয়ার জন্য যা কিছু করবেন সব পৃথিবীর জন্য থাকবে, আখেরাতের জন্য তো কিছু করা হলো না তাহলে__?
৩. আপনি পৃথিবীতে থেকে, আল্লাহর ইবাদত করবেন নিজের আদর্শ মেনে চলবেন, কুরআন মেনে দ্বীনের পথে থাকবেন, এতে আপনার আখেরাত সুন্দর হতে থাকবে_এবং পৃথিবীতেও আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে_সফল হয়ে যাবেন পৃথিবীও যদি আল্লাহ চায়__?
- তাহলে ভাই বোঝা গেলো বড় হওয়া দুই প্রকার দুইটাই ব্যাখ্যা সহ বলে দিলাম_এবার আসি আপনার প্রশ্নের ছোট্ট আর একটি উত্তরে__?
৪. বড় হতে চাইলে নিজেকে কি কি করতে হবে দেখুন ভাই, এটা ভাবা দরকার, যে আপনি পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবেন পৃথিবীতে আপনি বড় হবেন ধন-সম্পদ হবে আপনার, এখন মর্যাদা বাড়বে, লাভটা হলো কি পৃথিবীতে তো থাকতে পারবেন না মরে যাবেন, সবাই মরে যাবে একদিন__?
- এটা বোঝা খুবই সহজ এই পৃথিবীর জন্য নিজেকে বাঁচিয়ে রাখা মূর্খতা, কারণ পৃথিবীতে অল্প কিছুদিন, আর আখেরাতে কোটি কোটি বছর থাকতে হবে, জান্নাতে এবং জাহান্নামে কোনো ঠিক নাই আল্লাহ জানে__?
- তাই আখেরাতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে, নিজেকে জান্নাতে ঢুকানোর চেষ্টায় থাকতে হবে পৃথিবীতে, আল্লাহর ইবাদতে নবীজির আদর্শই দিনের পথে কুরআন মেনে এভাবেই চলতে হবে পৃথিবীতে__?
- যদি আপনি এটা করেন পৃথিবীতে থেকে, তবে এটাই আপনার বড় হওয়ার সফল হওয়ার চূড়ান্ত ফয়সালা__?