জীবনে বাঁচার জন্য অর্থ কি খুব প্রয়োজন?
জীবনে বাঁচার জন্য অর্থ কি খুব প্রয়োজন?
Add Comment
অর্থ বলতে? টাকাপয়সা? অতিঅবশ্যই প্রয়োজন ।
নাকি অর্থ বলতে অর্থবোধ? তাহলে না, বাঁচার জন্য অর্থবোধ প্রয়োজনীয় নয় । কেউ যদি না নিতান্তই প্রতিদিন ঘুম ভেঙে উঠে প্রথমেই চিন্তা করে “আমার জীবনের অর্থ কী? কেন আমি বিছানা ছেড়ে উঠব?” তবে তাঁর পক্ষে সৎভাবে এমন দাবি করা সম্ভব নয় যে জীবনে বাঁচতে হলে অর্থবোধ প্রয়োজনীয় । এমনকি দার্শনিক অলবেয়ার কামু (Albert Camus)র বক্তব্যই ছিল “জীবনের অর্থ খুঁজতে থাকলে আপনার জীবনটাকে বাঁচাই হবে না ।”
“জীবনের অর্থ কী?” এই জাতীয় প্রশ্ন অবসর সময়ে বৌদ্ধিক বিনোদনের জন্য চিন্তা করা উচিত, ঠিক যেমনভাবে মানুষ মহাবিশ্ব কিংবা জৈবিক চেতনার রহস্য নিয়ে চিন্তা করে আনন্দ পায় । অর্থবোধকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয় যাতে করে তা আনন্দে বাঁচাতেই বাধা হয়ে দাঁড়ায় ।