জীবনে ভালো থাকার জন্য সবথেকে বেশি কী প্রয়োজন?
জীবনে ভালো থাকার জন্য সবথেকে বেশি কী প্রয়োজন?
জীবনে ভালো থাকার জন্য আমি এই কয়েকটি জিনিসকে সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করি।
১। সম্পর্ক –
১.১ বাবা, মা, ভাই বোন, স্ত্রী/বর/গার্লফ্রেন্ড/বয়ফ্রেণ্ড এদের সবার সাথে সুন্দর বন্ধুত্ব এবং সম্মানের একটি সম্পর্ক। সন্তান থাকলে তাদের সাথেও।
১.২ একজন আদি ও যাকে সব কিছু খুলে বলা যায় তেমন একজন বন্ধু। সমলিঙ্গের হলে ভালো, বিষমলিঙ্গের হলে প্রেমে পড়বার মত ভুল করবেন না।
২। এইম ইন লাইফ –
ছোটবেলায় রচনা কি লিখেছিলেন? ক্যারিয়ার হোক বা ব্যবসা, সর্বদা জীবনে একটি এইম রাখুন। যেটার জন্য আপনি ভোরবেলায় ঘুম থেকে উঠতে চাইবেন
৩। নিজের জন্য সময় –
সপ্তাহে নিজের জন্য একটি ঘন্টা রাখুন। নিজের একটি হবি’র পেছনে সময়টি ব্যয় করুন।
৪। ধ্যান (মেডিটেশান) ও ধর্ম –
এইগুলোর জন্য সময় বের করুন, শত ব্যস্ততার মধ্যেও। মন্দিরে যান, জুম্মার নামাজ পড়ুন, রবিবার সান্ডে মাস আটেন্ড করুন। যদি নাস্তিক হন তাহলে ধ্যান করুন।
৫। শরীর চর্চা –
দিনে ৩০ মিনিট ঘাম বের হবার মত শরীর চর্চা করুন। সপ্তাহে ১৫০-১৮০ মিনিট এর পেছনে ব্যয় করুন।
৬। ঘুম ও জল পান –
পরিমিত ঘুম এবং নিয়মিত জল পান করুন, যা ডাক্তাররা বলে থাকেন।
আর হ্যাঁ, কোরাতে এসে উত্তর লিখতে, নিদেনপক্ষে আপভোট দিতেও কিছু সময় রাখুন। এটাও প্রয়োজন!