জীবনে ভ্রমণ এত দরকারি কেন?
জীবনে ভ্রমণ এত দরকারি কেন?
ভ্রমণ মানেই কম্পিউটারের F5 বাটন। ব্যাপার টা রিয়েল লাইফে আরো বেশি কাছে থেকে ফিল করেছি এই সপ্তাহের ট্যুরে।
বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। ১৫৫৮-১৫৬৯ খ্রিষ্টাব্দে নির্মিত এই মসজিদটি দেখার উদ্দেশ্য করে আমি আর আমার বন্ধু Asaduzzaman Raju সকাল ৬ টায় রওয়ানা করার প্রায় ২০-৩০ মিনিট পরেই খেয়াল করলাম এটা শুধু একটা স্পট দেখার ভ্রমণ না। ব্যস্ততার এই শহরে পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি, মনে হচ্ছিলো যেন এই তো আমাদের হারিয়ে যাওয়ার রাস্তা।
স্পটে গিয়ে আমরা আশে পাশে বেশি ঘুরে বেড়িয়েছি। রাস্তার ভাঙ্গা টং দোকানে চা খাওয়া, পুকুরে মাছ ধরা দেখা, পানিতে পা ডুবিয়ে বসে থাকা আমাদের হারিয়ে নিয়ে গেছিলো এক বেলার অন্য জীবনে।
ওখান থেকে ব্যাক করার সময় আমরা উত্তর পেলাম ভ্রমণ এত দরকারি কেন? আপনারাও বেরিয়ে পড়ুন, ছোট বড় যে কোন স্পটে। রাস্তায় হারিয়ে টের পাবেন ভ্রমণ কেন এত দরকারি!