জীবনে যুদ্ধে পিছিয়ে পড়লে করণীয় কী?
জীবনে যুদ্ধে পিছিয়ে পড়লে করণীয় কী?
Add Comment
হ্যা মাঝেমাঝে আমরা বুঝতে পারি যে আসলেই অনেক পিছিয়ে পড়েছি।তখন অনেক বেশি অপরাধবোধ,নিজের প্রতি হীনমন্যতা কাজ করে।তবে জীবন ছোট না ভাই,চাইলে রুট লেভেল থেকে শুরু করা যায় শুধু দরকার সময় আর ডেডিকেশন।
আপনার কাজ হচ্ছে যেখানে যেখানে আপনি পিছিয়ে পড়েছেন বলে মনে হচ্ছে! খাতায় লিখে ফেলুন।এরপর সবচেয়ে দরকারিটা নাম্বারিং এ এক দিন।এইভাবে লিস্ট করে, সময় নির্ধারন করুন যে কত দিনে আপনি এগুলোতে ভালো করতে চান।তবে বাস্তবিক টাইম ঠিক করবেন।না হয় হতাশ হয়ে পড়বেন।ধরেন আপনি যদি মনে করেন আমি ইংরেজিতে ভালো হবো এবং ২ মাসে, তাহলে আপনি ভুল করবেন।আপনার ইংরেজিতে ভালো হতে অন্তত একবছর লাগবে।এইভাবে বাস্তবিকভাবে টাইম ঠিক করে এগিয়ে যান।
কষ্ট করতে হবে ভাই।কষ্টের বিকল্প নাই।