জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি?
জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি?
সমস্ত পাপ বর্জন করা।পাপ হবে এমন লোক দের সাথে না চলা ফেরা করা।ফুনে যদি নিজেকে কন্ট্রলে না রাখতে অয়ারেন তাও সম্ভব হলে ত্যাগ করা।
এর পরবর্তী তে ভাল ভাল কাজ করা। যা করলে এগুলোর চিন্তাও মাথায় আসবেনা।বই পড়া,ধর্মীয় গ্রন্থ পড়া।প্রতিদিন কোয়ারা তে একটা করে উত্তর দেয়া।প্রতিদিন অন্তত ৫ টাকা হলে দান করা।এক জন কে হেল্প করা।মানুষ এর কষ্ট হয় এমন সব কিছু ত্যাগ করা।সপ্তাহে অন্তত দুইটা পডকাস্ট শুনা।
ফ্যামিলি কে সবচেয়ে বেশি প্রায়োরিটি তে রাখা।পরিবার একটা সর্গ। আর সর্গ বাসির খুজ নেয়া সবার কর্তব্য।তাদের সাথে যত পারেন সম্পর্ক ভাল রাখার চেস্টা করেন।প্রত্যেক দিন অন্তত একটা রক্তের সম্পর্কের আত্তিয়ের সাথে ফুনে যোগাযোগ কিরে খুজ খবর নিন। মনে রাখিবেন কারো ভালবাসা পেতে হলে তার সন্তানদের ভাল বাসবেন।ফ্রেন্ড পরিবার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়।
নিজের বোনের কথা চিন্তা করুন। এমন কই টা ফ্রেন্ড আছে যাদের কাছে বিয়ে দিতে পারিবেন বলে মনে করেন?বিয়ে দিতে বলছিনা।বলছি তাদের কি সেই যুগ্যাতা আছে? না থাকলে তাদের সাথে চলা ফেরা করবেন না।
লাস্ট ফর মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স।
তাকেই বন্ধু বানান।যে আপনাকে আপনার লক্ষ পুরনে সাহায্য করবে।কি ভাবে ধরেন আপনি ভাবলেন আমি ব্যাবসা করবো।এখন আপনারা ৩ জন একটা ব্র্যান্ড বানাবেন।এক জন লগো ডিজাইন,ব্যানার ডিজাইন,ভিডিও ইডিট ইত্যাদি কাজে ব্যাস্ত।
আরেক জন এড রান, মার্কেট প্লেস রিলেটেড ঘাটাঘাটি,মার্কেটিং ইনভেস্টর নিয়ে চিন্তা ভাবনা ব্র্যান্ড এর নাম কি হবে। নেক্স বিগ মোভ কি হবে ইত্যাদি নিয়ে চিন্তা ফিকির করবে।
আর আপনি ধরেন প্রোডাক্ট নিয়ে পড়ে থাকলেন। কই জন লোক লাগবে।কি ইমোর্ট করবেন।কোন সেলার এর রিভিউ ভাল। কই পিস অর্ডার করবেন।মেশিন বাবত কত খরছ।মেসিন মেরামত। ইত্যাদি কাজে ব্যাস্ত আছেন।
হলো কি আপনারা ৩ জন অই ২৪ ঘন্টায় ভিন্ন ভিন কাজ কিন্ত একি উদ্দেশ্য এগিয়ে যাচ্চেন।দিন শেষে আপনারা সবাই সফল।
আশা করি বোঝিতে পারছেন আমি কোন লেভেল এর ফ্রেন্ড এর কথা বলছি।
ব্যাক্তিগত ভাবে আমি সব গুলো ফলো করি।এন্ড হ্যা আমার জন্য দোয়া করবেন।আমরা ব্যাবসায় আছি।আর আমার বন্ধুর ছোট বোন কেই বিয়ে করবো।