জীবন আপনাকে কী শিক্ষা দেয়?
জীবন আপনাকে কী শিক্ষা দেয়?
Add Comment
- অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না
- নিজেকে পরিবর্তন না করতে পারলে, বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন
- ভালো করে কথা বলতে শেখাটা জরুরী
- নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দুঃখের সাগরে ডুব দেবেন না
- বড্ড আত্মঅভিমানী না হয়ে, অল্প অল্প করে শুরু করুন
- অন্য কারো উপর নির্ভর না করে, নিজের উপর আস্থা রাখুন। হ্যা, আপনি পারবেন।
The bear and two friends গল্প টা আপনাদের মনে আছে? আবারো গল্প টা ভালো করে উপলব্ধি করুন; বুঝতে পারবেন চালাক আর বুদ্ধিমান এর পার্থক্য।
গাছের উপরে উঠে যাওয়া বন্ধুটি চালাক ছিলো বলে সবার আগে নিজের প্রাণ বাচাঁতে গাছে উঠে গেলো। আর অপর বন্ধুটি বুদ্ধিমান ছিলো বলেই প্রাণ বাচাঁতে মাটিতে শুয়ে পড়লো।
চালাকরা কখনো পরোপকারী হয় না। অন্যকে তারা ঠকাতে পারে বলেই , তারা চালাক।
আর বুদ্ধিমানরা কখনো কাউকে ঠকায় না, তারা নিজেকে উৎসর্গ করে জগৎকে কিছু দিতে চায় বলেই, তারা বুদ্ধিমান।