জীবন আপনাকে সবচেয়ে বড় পাঠ কী শিখিয়েছে?
জীবন আপনাকে সবচেয়ে বড় পাঠ কী শিখিয়েছে?
করনার প্রাদুর্ভাব ও সরকারি নিষেধাজ্ঞার কারণে আমার কোম্পানি অফ হয়ে গেল। আর আমি পেলাম লম্বা অনির্দিষ্টকালীন ছুটি।
আমি চলে গেলাম গ্রামের বাড়িতে। হঠাৎ করে চিন্তাভাবনা করলাম একান্তই গ্রামীন একজন মানুষের মত জীবনযাপন করব, তাদের মত করে জীবনটাকে দেখবার চেষ্টা করব। আর গ্রামের মানুষের প্রধান আয় হচ্ছে কৃষিকাজ। আমি সিদ্ধান্ত নিলাম আমার ব্যাংক একাউন্ট থেকে এক টাকা না উঠিয়ে কৃষিকাজ করে জীবন পরিচালনা করব। যেই ভাবা সেই কাজ। আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি তোমার কিছু ফাঁকা চাষের জমি যাতে এখন কোন ফসল নেই বর্গা নিতে চাই। বাবা প্রথমে হাসলেন পরে বললেন আচ্ছা ঠিক আছে তবে তুমি কি করতে চাও? আমি বিস্তারিত বললাম বাবা শুনে উৎসাহ দিলেন।
এখন আমি চিন্তা করলাম খুব কম সময়ে এই সিজনে কি উৎপাদন করা যায়। বাবা, চাচাদের সাথে পরামর্শ করলাম তারা বলল “পাট শাক” (জানিনা কোন ভারতীয় পাঠক চিনবেণ কি না ) বুনতে পার। ২৫-৩০ দিনের মাথায় তা বেচতে পারবে। জমি তৈরির কাজে লেগে পরলাম।