জীবন-এর অর্থ কী?
- সুন্দরী স্মার্ট স্ত্রী থাকা সত্ত্বেও বয়স্ক কাজের মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ব্যক্তিটির কাছে জীবন অর্থ কাম।
- স্বামী-স্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তা, একটি সন্তানের জন্য কতই না প্রচেষ্টা করে চলছে, তাদের কাছে জীবন অর্থ অপূর্ণতা।
- সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করা নির্মাণ শ্রমিকের রাত্রে স্ত্রীর সাথে কিনে নিয়ে আসা এক পোয়া জিলাপি খাওয়ার অর্থ জীবন মানে সুখ।
- হাই স্কুলের ৬ রোলধারী আমার বন্ধু আঃমঃ বাজারের এক কোণে বিদ্যুতের খুঁটির নিচে বসে লেবু বিক্রি করে। অপলক দৃষ্টিতে খোঁজে ক্রেতা। ওর কাছে এখন জীবনের অর্থ হল অনেক লেবু ক্রেতা।
- মেধাবী বন্ধু গোঃমোঃ খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রভাবশালী এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিল। নিঃস্ব হয়ে এখন ইউনিয়ন পরিষদের এক কামরায় একা একা থাকে। স্ত্রী চলে গেছে। দেখা করতে গিয়েছিলাম। ২ টাকার বিড়ি কিনে দিতে বলল। ওর কাছে এখন জীবন মানে দুই টাকার বিড়ি।
- বান্ধবী গুঃআঃ এক বিপত্নীক গার্মেন্টস মালিককে বিয়ে করে অগাধ সম্পদের মালিক। কয়েকটি গাড়ি আছে! ফ্লাট অগুণতি! ওর কাছে জীবন মানে গাড়ি-বাড়ি ভোগ।
- বিমানে ভ্রমণ করা ও সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো অতি ধনীর ধর্ষণ কেসে যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ছেলেটির কাছে জীবন মানে খাঁচায় বন্দিত্ব।
- দুর্নীতি করে অঢেল টাকার মালিক হওয়া একসময়ের ক্ষমতাধর কর্মকর্তা, যাকে তার ছেলেমেয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সম্পদ দখল করেছে, তার কাছে জীবন মানে সবই অন্যায় করেছি, ক্ষমা চাই।
- করুণ দৃষ্টিতে হোটেলে রাখা ইলিশের তরকারীর দিকে তাকিয়ে থাকা দরিদ্র ভিক্ষুকের নিকট জীবন মানে একটুকরো ইলিশ মাছ!।