জীবন থেকে কোন ধরনের মানুষগুলোকে বর্জন করা উচিৎ?
১ঃ আপনাকে যারা অবহেলা করে
আপনি কেমন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার চারপাশের মানুষগুলাে আপনাকে যদি অবহেলার চোখে দেখে, তাহলে তাদেরকে এড়িয়ে চলুন।
২ঃ আপনাকে যারা ছােট করে
আমদের প্রত্যেকেরই দোষ-ত্রুটি রয়েছে। আমরা কেউই নিখুঁত নই। কেউ হয়ত কাজের বেলায় অন্যদেএ চেয়ে কম চটপটে, কেউ সৌন্দর্যের বিচারে অন্যদের চেয়ে পিছিয়ে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে, তার জন্য আপনাকে কেউ ছােট করবে।এদের কে এড়িয়ে চলুন।
৩ঃ প্রচন্ড আত্মকেন্দ্রিক মানুষ
আত্নকেন্দ্রীক হওয়া অবশ্যই ভাল, কারন কেউ তখনই জীবনে সফলতা পায় যখন সে নিজের প্রতি অসম্ভব খেয়াল রাখে, নিজেকে সময় দেয়, নিজের দক্ষতা ও যােগ্যতা বাড়ানাের প্রতি মনােযােগী হয়। কিন্তু প্রচন্ড আত্নকেন্দ্রীক মানুষেরা কখনােই ভাল হয়না। তাই এদের কে ও এড়িয়ে চলুন।
৪ঃ অতিরিক্ত অহংকারী মানুষ
মানুষের মাঝে কম বেশী মাত্রায় অহংবােধ থাকবেই। এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে পড়ে, যখন অতিরিক্ত অহংকারের বশবর্তী হয়ে কেউ অন্যদের খাটো করে দেখাতে পছন্দ করে। এরা অন্যদের কোন গুন, যােগ্যতা বা ভাল কাজের প্রশংসা বা গুনগান করতে জানেনা। এদের কে ও এড়িয়ে চলুন।
৫. অলস ও নৈরাশ্যবাদী মানুষ
সবার মেধা, কর্মউদ্যম, ও আশাবাদী হওয়ার ক্ষমতা সমান নয়। কিন্তু কিছু মানুষ রয়েছে এরা স্বপ্ন দেখে অনেক বড় কিছুর। কিন্তু তার জন্য কোন কাজ করতে নারাজ। তারা স্বভাবতই অলস, তারা কোন কাজেই আগ্রহী হয়না। এদের কে ও এড়িয়ে চলুন।