জীবন থেকে কোন ধরনের মানুষগুলোকে বর্জন করা উচিৎ?
জীবন থেকে কোন ধরনের মানুষগুলোকে বর্জন করা উচিৎ?
👉 যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তাদেরকে বর্জন করা উচিত কারণ এদের থেকে ভয়ংকর মানুষ পৃথিবীতে দুটো পাবেন না।
👉পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের ভুলগুলো ঠিকই বুঝতে পারে। কিন্তু কারো কাছে তারা নত হতে চাই না তাদের থেকে দূরে থাকাই ভালো আমার মনে হয়। যেমন ভুল করবে গাল বাজিও করবে এরকম আর কি। কখনোই পরাজয় স্বীকার করতে চাইবে না এমন স্বভাবের মানুষ।
👉 যে ব্যক্তির অন্যর দোষ আপনার কাছে এসে গল্প করে তার কাছে কখনো আপনার পার্সোনাল কথা শেয়ার করবেন না। কারন আপনার কথা ও সে অন্য কাউকে গিয়ে বলতে পারে।মনে রাখবেন যে ব্যক্তি অন্যের দোষ আপনার কাছে বলে সে নিশ্চয়ই আপনার দোষও কারো কাছে বলবে। তাই একটু সাবধান থাকবেন এসব লোকদের কাছ থেকে।
👉 অনেক টাইপের মানুষ আছে প্রয়োজন ফুরিয়ে গেলে খোঁজ-খবর নেওয়াও বন্ধ করে দেয়। মানে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিট ভাবে না। এসব টাইপের মানুষ শুধু নিজের স্বার্থটাই বোঝো আর অন্য কিছু না। এদের থেকে দূরে থাকাই ভালো। কারন এরা সব সময় নিজের স্বার্থটাই আগে দেখে।
👉 অন্যর প্রতিভাকে কোন মূল্য দিতে চায় না সবসময় ছোট করতে চায়। আর নিজেকে বুদ্ধিমান মনে করে । এসব মানুষদের কে বর্জন করাই ভালো।
👉 সাধারণ কথায় রেগে যায় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। অহংকার নিয়ে থাকে সবসময়। কথায় কথায় তিরস্কার করে এ ধরণের মানুষ থেকে সাবধান এবং দূরে থাকাই ভালো আমার মনে হয়।
👉 আরেক ধরনের মানুষ আছে। যেমন সে ব্যক্তি আপনার অনেক কাছের কিন্তু আপনার দুর্বল জায়গাতেই বারবার আঘাত করে যেটাতে আপনি কষ্ট পাবেন সেই কথাটাই বারবার বলে আপনাকে কষ্ট দেবে এসব মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো।
👉 আর পৃথিবীতে তো চেনা যায় না কোনটা স্বার্থপর মানুষ কোন মানুষ টা স্বার্থপর নয়। সবাই শুধু মুখোশধারী হয়ে থাকে আসল সময়টা আসলেই বোঝা যায় যে কে স্বার্থপর মুখোশধারী মানুষ। মানুষ চিনতে শেখেন স্বার্থপর মানুষ কখন আঘাত করবে সেটা বুঝতে পাবেন না।
👉 আরেক ধরনের মানুষ আছে যারা শুধু মুখেই সান্তনা দিবে তুই অনেক ভালো হ্যান ত্যান এগুলো বলবে আর পিছনে আপনার নামে বদনাম করে বেড়াবে এইসব মানুষগুলো বিষের চেয়েও বিষাক্ত হয় তাই এসব মানুষের কে বর্জন করে দিন যদি আপনার আশেপাশে থাকে।