জীবন বদলে দেওয়া একটি গল্প ভাগাভাগি করবেন কি?
জীবন বদলে দেওয়া একটি গল্প ভাগাভাগি করবেন কি?
আমি এক আপুকে চিনি। মেয়ে হয়ে জন্ম নেওয়াতে তিনি নিজেকে খুব অসহায় মনে করত। সে দেখতে তেমন সুন্দরী ছিল না। সবাই তাকে নিয়ে মজা করত। আশেপাশের খালাম্মা আন্টিরা বলত এই মেয়ের পিছনে টাকা খরচ করে লাভ নাই। এতো পড়ালেখা করাইয়া কি হবে মেয়ে মানুষ বিয়ে দিয়ে আপদ বিদায় করো। একটু বয়স হলে আর বিয়ে হবে না। আর যেই চেহারা ভাল ঘরে বিয়ে হবে বলেও মনে হয় না।
কিন্তু আপুটা ছিল অনেক মেধাবী। আশেপাশের কথা শুনে বাবা মাও চিন্তায় পরে গেল।
যেমন চিন্তা তেমন কাজ, এস.এস.সি পাশ করার পরপরই আপুটার বিয়ে হয়ে যায়। সুন্দর না বলে শশুর বাড়িতেও বেশি দিন থাকতে পারল না।
আপুটাকে বাড়িতেও তেমন সম্মান করা হততো না। ডিভোর্স হয়েছে বলে।
এত অপমান সহ্য করেও তিনি পড়ালেখাটা আবার শুরু করেন। টিউশন করিয়ে অল্প কিছু টাকা জমিয়ে ছোট্ট একটা বিজনেস শুরু করেন।
আস্তে আস্তে বিজনেস টাকে বড় করেন।মাত্র ছয় বছরের ব্যাবধানে তিনি এখন বড় বিজনেস ওইমেনদের মধ্যে একজন। ঢাকায় ওনার তিনটা শোরুম আছে।
আজ উনি প্রতিষ্ঠিত। উনার সব আছে। এখন পরিবারের সবাই উনার পাশে আছে। উনার এক্স হাজবেন্ড অনুতপ্ত। তাছাড়া অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব ও আসে। এখন উনি প্রতিষ্ঠিত শুধু সময়ের একটু পরিবর্তন।