জীবন সম্পর্কে আমার কী জানা দরকার?
জীবন সম্পর্কে আমার কী জানা দরকার?
Add Comment
- আপনার জন্যে আপনার চেয়ে গুরুত্বপূর্ন কেউ না। তাই সবচেয়ে বেশি নিজের প্রতি যত্নশীল হোন।
- পৃথিবীতে শর্ট কাট বলতে যা কিছু আছে এর পরিনতি খুব খারাপ। তাই শর্টকাট এড়িয়ে চলুন।
- পরিশ্রমের কোন বিকল্প তৈরি হয়নি।
- আপনার জীবনে অনেকেই অস্থায়ী ভাবে আসবে। এসব বিচ্ছেদ মেনে নিতে শিখুন।
- কোন কিছুর মায়ার জড়াবেন না।
- কিছুটা স্বার্থপর হওয়া ও জরুরি।
- পরিবার ও বন্ধুদের সময় দিন।
- মাদক, জুয়া, নারী আসক্তি ধ্বংস নিয়ে আসে।