জীবন সম্পর্কে সবার ধারণা কী?
জীবন🙂।জীবন তো বৃষ্টির ফোঁটা নয় যে,যেখানে পড়বে সেখান থেকেই বয়ে চলতে হবে।আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নিয়মের সাথে জড়িত।আপনি যদি সবসময় সত্য কথা বলতে চান,মিথ্যা আপনার সাথে খেলা করবে।আর যদি সৎ পথে জীবন অতিবাহিত করতে চান,তাহলে এই সমাজের বেশিরভাগ লোকই আপনাকে অপছন্দ করবে।তাহলে জীবনটা কী রকম? আমার দিক থেকে প্রত্যেক মানুষকে একটা মোমবাতির মতো হওয়া উচিত।কেন? নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করুনঃ
কী দেখলেন? একটি মোমবাতি জ্বলছে , আপনি বলবেন তাতে কী হয়েছে? আসলে মোমাবাতি টি নিজেকে জ্বালিয়ে দিয়ে নিজে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে,কিন্তু সে চারিদিক আলোকিত করে যাচ্ছে। ঠিক তেমনি আমরা যদি নিজের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের কল্যানের জন্য নিজেকে উৎসর্গ করি মানবতার সেবায়,তবেই এই জীবন সার্থক।আর না তো পৃথিবীর এই মিছে ধন সম্পদের পিছনে ছুটলে, শুধু আপনার মৃত্যু হবে।আর যদি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন, তাহলে আপনার মৃত্যুতে সারা জগৎ কাঁদবে,আর স্মরনীয় হয়ে থাকবেন আপনি।তাই খারাপ কাজ ছেড়ে,ভালো কাজে নিজেকে নিয়োজিত করুন।ধন্যবাদ সবাইকে।